এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজের ওয়ার্ডেই বিজেপির কাছে হেরে ভূত! শতাব্দীর জন্য চরম প্রেস্টিজে তৃণমূল!

নিজের ওয়ার্ডেই বিজেপির কাছে হেরে ভূত! শতাব্দীর জন্য চরম প্রেস্টিজে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জিতেছেন বলেই মাথা কিনে নিয়েছেন, এমনটা কিন্তু নয়। এবারে বিজেপি হয়ত আসন কম পেতে পারে। কিন্তু পৌরসভা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক ফলাফল দেখলে তৃণমূলের অনেকেই চমকে যাচ্ছেন। তারা ভাবছেন যে, ভবিষ্যৎ তাদের পক্ষে খুব একটা ভালো কথা বলছে না। যেমন, রামপুরহাট পৌরসভার যে ওয়ার্ডে বীরভূমের জয়ী শতাব্দী রায় থাকেন, সেই ওয়ার্ডেই তিনি বিজেপির কাছে ব্যাপক ভোটে পিছিয়ে রয়েছেন।

স্বাভাবিকভাবেই এই চিত্র সামনে আসার পর শতাব্দী রায় যেমন অস্বস্তিতে, ঠিক তেমনই তার দল তৃণমূল কংগ্রেসও যথেষ্ট প্রেস্টিজের মুখে পড়ে গিয়েছে বলেই মনে করছেন একাংশ।সূত্রের খবর, রামপুরহাট পৌরসভার অনেক ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে তৃণমূলের জয়ী শতাব্দী রায় যে ওয়ার্ডে থাকেন, সেখানেই বিজেপির তৃণমূলের থেকে ৯০০ এর বেশি ভোট পেয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, শতাব্দী রায় তো মুখে অনেক বড় বড় বাতলা দেন, অনেক বড় বড় ভাষণ দেন। তিনি নাকি একাই বিরোধীদের দেখে নেবেন, এরকম দাবি করতেও দেখা যায়।

তাহলে নিজের ওয়ার্ডে তিনি যেখানে থাকেন, সেই ওয়ার্ডেতে কেন পিছিয়ে থাকলেন? কেন তিনি নিজের ওয়ার্ডে জেতার মত ক্ষমতায় থাকলেন না! এই প্রশ্ন দলের ভেতর থেকেই উঠতে শুরু করেছে। যার ফলে তৃণমূল জিতেও চরম অস্বস্তিতে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!