নিজেদের জেতা আসনেও প্রার্থী খুঁজে পেতে হিমশিম অবস্থা, প্রশ্নের মুখে বঙ্গ কংগ্রেস বিশেষ খবর রাজ্য January 3, 2018 সবংয়ে কংগ্রেসকে তেমন ভাবে দেখা গেলো না আর তাই এবার নোয়াপাড়া উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া কংগ্রেস। কেননা সবংয়ে কংগ্রেসের হয়ে দাঁড়াতেন মানস ভূঁইয়া। আর বকলমে সবং ছিল তাঁর ‘গড়’। কিন্তু এবার সেই মানস ভূঁইয়া তৃণমূলে আর তাঁর স্ত্রী তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন ও বিপুল ভোটে জিতেছেন কিন্তু কংগ্রেসের যেটা আসনে কংগ্রেসেরই জামানত জব্দ হয়েছে। আর তাই এখন নোয়াপাড়া আসনটি নিয়ে ঝাঁপাতে চলেছে কংগ্রেস। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জোট প্রার্থী কংগ্রেসের তরফে দলীয় বিধায়ক মধুসূদন ঘোষ এই আসনটি জিতেছিলেন। কিন্তু তাঁর অকাল মৃত্যুতে ফের উপনির্বাচন হচ্ছে। জানা গেছে প্রদেশ কংগ্রেসের তরফে এক বা একাধিক নামের সুপারিশ পাঠানো হয়েছে এআইসিসি দপ্তরে। সেখান থেকে নাম চূড়ান্ত করে দিল্লি থেকেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তাই নোয়াপাড়া আসনটি তাদের দখলে থাকলেও এখনো অবধি প্রার্থী ঘোষণা করতে পারেনি এআইসিসি। পাশাপাশি উলুবেড়িয়াতেও একই অবস্থা কংগ্রেস ও বিজেপির। তৃণমূল ও সিপিএম নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাই রাজনৈতিক মহলের ধারণা নোয়াপাড়া আসনটি কংগ্রেসকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। আপনার মতামত জানান -