এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দীপ্তাংশু চৌধুরীর দলবদল নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত

দীপ্তাংশু চৌধুরীর দলবদল নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত

রাজ্যে দলবদল চলছেই, আর এবার সেই দলবদলের খাতায় নাম লেখালেন বিজেপির বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কদিন আগেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। প্রসঙ্গত, এই প্রাক্তন সেনা অফিসার গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন, ভোটও দাঁড়িয়েছিলেন কিন্তু জিততে পারেন নি। পরে তাঁকে বিজেপির রাজ্য বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক পদটি দেওয়া হয়। কিন্তু এরপর হঠাৎ করেই রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি তৃণমূলের পতাকা হাতে নিতেই পার্থবাবু জানান, তাঁর সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতেই তাঁকে শাসকদলে নেওয়া হল। অন্যদিকে, তৃণমূলে যোগ দেবার কারণ হিসাবে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে উন্নয়ন করেছেন ও করছেন আর তাই তাতে সামিল হতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। এদিকে রাজনৈতিক মহলের ধারণা যে দীপ্তাংশুবাবু তৃণমূলে যাওয়ায় বিজেপির ক্ষতি হলো। কিন্তু বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দীপ্তাংশুবাবুর এই দলত্যাগকে তেমন গুরুত্ব দিতে রাজি নন। তাঁর মতে, দীপ্তাংশু চৌধুরীর কোনো সাংগঠনিক দক্ষতা নেই আর তাই তার দলত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!