এখন পড়ছেন
হোম > রাজনীতি > পুনঃনির্বাচনেও ব্যাপক অশান্তি, চমকে দেওয়া কথা বললেন রাজীব সিনহা!

পুনঃনির্বাচনেও ব্যাপক অশান্তি, চমকে দেওয়া কথা বললেন রাজীব সিনহা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস, ছাপ্পা দেখার পরেও তেমন কিছুই কড়া প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি রাজ্যের নির্বাচন কমিশনারকে। যার কারণে বিরোধী দলের পক্ষ থেকে অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে। কিন্তু তারপরেও কোনো হেলদোল নেই রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনারের। অন্তত তেমনটাই মনে করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে আজ রাজ্যের একাধিক বুথে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হলেও ফের বেশ কিছু জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। বিভিন্ন জায়গায় উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আর এর মাঝেই বেলা করে দপ্তরে আসার সময় নির্বাচন কমিশনার দাবি করলেন, শান্তিপূর্ণভাবেই হচ্ছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন।

প্রসঙ্গত, প্রায় ছয়শোর বেশি বুথে আজ পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার ফলে বিরোধীরা দাবি করছে যে, এই পুনঃনির্বাচনের সিদ্ধান্তের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে, অশান্তির মধ্যে দিয়ে হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তবে আজকের নির্বাচনেও সকাল থেকে বিভিন্ন জেলায় অশান্তির খবর সামনে আসছে। যে ব্যাপারে রাজ্যের নির্বাচন কমিশনারের প্রতিক্রিয়া জানতে গিয়ে কমিশনার রাজীব সিনহা বলেন, “আমার কাছে এখনও পর্যন্ত যা খবর রয়েছে, শান্তিপূর্ণভাবেই হচ্ছে নির্বাচন।”

বিরোধীদের মতে, এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না বর্তমান নির্বাচন কমিশনারের কাছে। তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের  দলদাস হিসেবে কাজ করছেন। শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ব্যাপক সন্ত্রাস, ছাপ্পার ছবি প্রকাশ্যে এলেও কালো চশমা পড়েছিলেন রাজীব সিনহা। তবে পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তিনি পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সেই পুনঃ নির্বাচনেও ব্যাপক অশান্তি হচ্ছে। তবে সেই দিকে না তাকিয়ে নির্লজ্জের মত দাবি করলেন, শান্তিপূর্ণভাবেই নাকি হচ্ছে রাজ্যের নির্বাচন! তাই এই কমিশনারের ওপর ভরসা করা কাকস্য পরিবেদনা বলেই দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!