এখন পড়ছেন
হোম > জাতীয় > আজই কি পঞ্চায়েত মামলার চূড়ান্ত রায়? সুপ্রিম কোর্টের দিকে নজর সবার

আজই কি পঞ্চায়েত মামলার চূড়ান্ত রায়? সুপ্রিম কোর্টের দিকে নজর সবার

আজ শুক্রবার দুপুরের দিকে প্রকাশিত হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার ফলাফল।রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে রাজ্যের আপামর জনসাধারণের চোখ আপাতত সুপ্রিম কোর্টে। কেননা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে আপাতত পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ৩৪% আসন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ফলে বহু জায়গাতেই নতুন পঞ্চায়েতের বোর্ড গঠনের প্রক্রিয়া থমকে আছে। রাজ্য সরকার ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে – এর ফলে গ্রামোন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে।

এমনকি, যেসব জায়গায় বোর্ড গঠন করা যায় নি সেখানে প্রশাসক বসিয়ে কাজ চালানোর চেষ্টা করছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ আদালত এই নিয়ে কি রায় দেয় সেদিকেই তাকিয়ে রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশন সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। এমনকি সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে তাকিয়ে রাজ্যের সাধারণ মানুষও। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকার ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। গত ১৭ ই আগস্ট এই মামলার শেষ শুনানির দিনে বিচারপতি খানউইলকার অনুপস্থিত থাকায় এই মামলার শুনানি হয় নি। এরপরে গত ১৭ ই অগষ্ট এবং ২০ ষে অগষ্ট দু দফায় এই মামলার শুনানি হয়। কিন্তু রায়দান পর্ব স্থগিত থেকে গিয়েছে। আজ বহু বিতর্কিত এই মামলার রায়দান হতে চলেছে।

 

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!