এখন পড়ছেন
হোম > রাজ্য > দলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল করতেই কি আজ ঝাড়গ্রামে পার্থ চ্যাটার্জী

দলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল করতেই কি আজ ঝাড়গ্রামে পার্থ চ্যাটার্জী


দলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল করতেই কি আজ ঝাড়গ্রামে পার্থ চ্যাটার্জী জল্পনা তুঙ্গে। জঙ্গলমহলে বড় রকমের হার হয়েছে তৃণমূলের। উঠে এসেছে বিজেপি। কিন্তু কিভাবে সম্ভব তা নিয়ে দ্বন্দে শাসকদল থেকে বিরোধী সবাই। ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হয়েছে। তার পরেও কি করে এই ফল হয়। তবে কি সাংগঠনিক স্বরে রয়েছে খামতি। আর এনিয়ে এবার ঝাড়গ্রামের দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে চাইছে তৃণমূল। আর তাই একদফা সফর সেরেও তেমন কোনো লাভ হয়নি আর তাই গতকাল জেলা নেতৃত্বের একাংশের সঙ্গে তাঁর বাসভবনে একদফা বৈঠক সেরেছেন বলে জানা গেছে আর আজ যাচ্ছেন ঝাড়গ্রাম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি জানান যে ঝাড়গ্রামে বিশেষ নজর দেওয়ার দরকার। যেখানে আমরা কম ভোট পেয়েছি, সেখানে জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি বিজেপি জেতার কারণ হিসাবে তিনি বিজেপির দিকে আঙ্গুল তুলে বলেন যে বিজেপি এসব এলাকায় প্রচুর টাকা ছড়িয়েছে। মানুষকে বিভ্রান্ত করেছে বিজেপির প্রচার। সেদিকে নজর দিতে ব্যর্থ হয়েছে স্থানীয় সংগঠন। প্রসঙ্গত ,কয়েকদিন আগেই ঝাড়গ্রামের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিকে অপসারিত করা হয়েছে। আর এবার দলের সাংগঠনিক পদেও রদবদল করা হবে বলেই পার্থবাবু পা বাড়িয়েছেন ঝাড়গ্রামের পথে বলে রাজনৈতিকমহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!