এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে পুলিশের একাংশ গেরুয়া হয়ে গেছে,দাবী বিজেপি নেতার

রাজ্য প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে পুলিশের একাংশ গেরুয়া হয়ে গেছে,দাবী বিজেপি নেতার


পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসায় দেখা যায় শাসকদলকে প্রায় একরকম টক্কর দিয়েই বামেদের সরিয়ে দ্বিতীয় স্থান দখল করে পদ্মশিবির। সেই জয় উদযাপন করতে এদিন হাওড়ার সাঁকরাইলে একটি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি দলের হেভিওয়েট নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বরাবরের মতো এবারও তোপ দাগলেন রাজ্যের শাসকদলকে উদ্দেশ্য করে। এবং দাবীতে জানালেন ওই অনুষ্ঠানেই নাকি ৩৫০ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বক্তব্যের শেষে রাজ্যের পুলিশ প্রশাসন সম্পর্কেও মুখ খুললেন তিনি। বললেন রাজ্য প্রশাসনের কার্যকলাপে নাকি ক্ষুব্ধ হয়ে আছে পুলিশের একাংশ। তাঁরা এখন ‘ছোট ফুল’ ছেড়ে ঝুঁকছে ‘রাজকীয় ফুল’ এর দিকে। ছোট ফুল বলতে তিনি বুঝিয়েছেন রাজ্যের শাসকদলকে এবং রাজকীয় ফুল বলতে তিনি বুঝিয়েছেন পদ্মশিবিরকে। এমনটাই আন্দাজ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এছাড়াও তিনি জানান যে সম্বর্ধনা অনুষ্ঠানে আসার সময় নাকি  ৭-৮ জন পুলিশ তাকে এসকর্ট করে নিয়ে আসছিলো। তাঁদের ভিতর পাঁচজন নাকি জয় বাবুর কাছে এসে ‘জয় শ্রীরাম’ বলে গেছিলো। এতেই নাকি স্পষ্ট বঙ্গের পুলিশদের মানসিকতা। দাবীতে তিনি জানান ” পুলিশের এই মানসিকতা থেকে বোঝা যায় যে রাজ্য প্রশাসনের উপর তাঁরা ক্ষুব্ধ।” জয়বাবুর এই বক্তব্যের জেরে নড়েচড়ে বসেছে রাজ্যের প্রশাসনিক মহল। চঞ্চল্য শুরু হয়েছে রাজ্য পুলিশের দপ্তরেও।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!