এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রশান্ত কিশোরকে নিয়ে চরম দ্বন্দ্ব, কংগ্রেসে কি আটকে যাবে মেগা যোগদান!

প্রশান্ত কিশোরকে নিয়ে চরম দ্বন্দ্ব, কংগ্রেসে কি আটকে যাবে মেগা যোগদান!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করতে দেখা গিয়েছে বিশিষ্ট নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে। যার ফলে রাজনৈতিক মহল মনে করতে শুরু করেছে, প্রশান্ত কিশোর খুব দ্রুত কংগ্রেসের পতাকা ধরতে চলেছেন। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস নেতৃত্ব। কার্যত প্রশান্ত কিশোরের যোগদান নিয়ে দুই ভাগে বিভক্ত হাত শিবির বলেই খবর।

সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে একটি বৈঠক করেছেন সোনিয়া গান্ধী। যেখানে এক পক্ষ এর সমর্থনে থাকলেও আর এক অংশ বিপরীত মত প্রকাশ করেছেন। একাংশের দাবি, প্রশান্ত কিশোর কংগ্রেসে এলে জটিলতা তৈরি হবে। বিভিন্ন রাজ্যে যারা কংগ্রেস বিরোধী দল, তাদের সঙ্গে মহাজোট করতে নিজেদের অনেক মতাদর্শ বিসর্জন দিতে হতে পারে। তাই সেক্ষেত্রে প্রশান্ত কিশোর দলের অন্দরে চাপ সৃষ্টি করবেন। ফলে তখন দেখা দিতে পারে জটিলতা।

তাই পিকেকে দলে নেওয়ার ক্ষেত্রে চিন্তাভাবনা করা উচিত। যদিও বা অনেকে বলছেন, বর্তমানে কংগ্রেসের যে সাংগঠনিক বিষয় রয়েছে, তাতে আগামী দিনে তারা কতটা মাথা তুলে দাঁড়াতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। তাই এই পরিস্থিতিতে কংগ্রেসকে ঘুরে দাঁড় করানোর জন্য প্রশান্ত কিশোর বড় ভূমিকা পালন করতে পারেন। তাই অবিলম্বে তার দলে যোগদান প্রয়োজন। সব মিলিয়ে প্রশান্ত কিশোরকে নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকমান্ড, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!