এখন পড়ছেন
হোম > রাজ্য > ভারতী ঘোষের পদত্যাগ নিয়ে মুখ খুললেন রাহুল সিনহা

ভারতী ঘোষের পদত্যাগ নিয়ে মুখ খুললেন রাহুল সিনহা

মা মেয়ের মধুর সম্পর্কে হঠাৎ ভাঙ্গন ধরলো। ভারতী ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের অবনতি নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন তিনি একটি দলিয় সভায় উপস্থিত ছিলেন প্রকাশ্য সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতী ঘোষকে নিয়ে তীব্র আক্রমণ শানালেন। তিনি দাবি করেছেন যে নিজেদের বখরা ভাগাভাগি বা ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের কারনেই ভারতী ঘোষকে সরিয়ে দিলেন মা মমতা। তিনি আরো বলেন যে কিছু দিন আগে প্রায় সমবয়সী ভারতী ঘোষকে বেটি বলে ডাকতেন। আর ভারতী ঘোষ ও তাকে অবলীলায় মা বলে ডাকলেন। আমরা কি দেখলাম সমবয়সী একটি বেটি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।রাহুলবাবু এরপর দাবি করেন যে নিজেদের ভাগ বাটোয়ারাই নিয়ে গন্ডগোল আর ভারতী ঘোষ কম টাকা তুলে দিচ্ছিল এই তাকে সরানো হয়েছে। পাশাপাশি তিনি ভারতী ঘোষের পুলিশি দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।তিনি বলেন,ভারতীয় ঘোষকে আমরা একটিও সার্টিফিকেট দিতে চাই না।এরআগে বহুবার ভারতী ঘোষকে ইলেকশন কমিশনকে বলে দায়িত্ব ছাড়া করেছিলেন বলেও তিনি জানিয়েছেন।
এর সাথেই তিনি রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন ।তিনি বলেন,এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা।তারপরেও একেরপর এক ধর্ষণের ঘটনা ঘটছে।তিনি ধর্ষণ বাড়ার কারণ হিসাবে বলেন যে এরাজ্যে মহিলারা ধর্ষিত হচ্ছে তার কারণ শাসকদলের সংসদই তো বলছেন ঘরে লোক ঢুকে মহিলাদের ধর্ষণ করাবেন।আর তাছাড়া শাস্তি দেবার বদলে তার সরকার এই ধরণের ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে আর সেই জন্য হাফ ধর্ষণ হলে ১০ হাজার আর ফুল ধর্ষণ হলে ২০হাজার টাকা দিয়ে চলেছেন।শাসক শিবিরকে এই ভাষাতেই আক্রমণ করতে দেখা গেছে রাহুল সিনহাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!