এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজভবনে যেতে নাকি ভয় পাচ্ছেন মেয়েরা! অবশেষে মমতাকে চাঁচাছোলা জবাব রাজ্যপালের!

রাজভবনে যেতে নাকি ভয় পাচ্ছেন মেয়েরা! অবশেষে মমতাকে চাঁচাছোলা জবাব রাজ্যপালের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুই বিধায়কের শপথ গ্রহণ ঘিরে যখন দড়ি টানাটানি চলছে, তখন তার কারণ হিসেবে গতকাল নবান্ন থেকে একটি বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন যে, রাজ্যপালের যে সমস্ত কাণ্ডকারখানা, তাতে মেয়েরা নাকি সেখানে যেতে ভয় পাচ্ছেন। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত বক্তব্যের এবার পাল্টা জবাব দিল রাজভবন। পরিষ্কার ভাষায় তারা জানিয়ে দিল যে, এই সমস্ত বক্তব্যের তারা বিন্দুমাত্র গুরুত্ব দিতে রাজি নয়।

প্রসঙ্গত, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা সোশ্যাল মিডিয়ায় রাজভবনের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, বিধায়করা যে অনুরোধ পাঠিয়েছিলেন রাজভবনে, সেখানে কখনই কোনো আশঙ্কার কথা উল্লেখ করেননি। বরঞ্চ তারা ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে অনুরোধ করেছিলেন শপথের স্থান পরিবর্তন করে রাজভবন থেকে বিধানসভায় করার জন্য। রাজভবন মনে করছে যে, এটা পুরোপুরি আবর্জনার স্তুপের মত একটা বিষয়। এই ধরনের অবান্তর বিষয়ের কোনো প্রতিক্রিয়া বা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করছে না রাজভবন।

পাশাপাশি রাজ্যপাল যে সব সময় রাজ্যের মানুষের পাশে থাকতে বিভিন্ন দায়িত্ব পালন করবেন, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এই পোস্টের মধ্যে দিয়ে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের বিরুদ্ধে যতই নানা মন্তব্য বা অভিযোগ করুন না কেন, এই সমস্ত মন্তব্যের ফলে যে দুর্নীতি এবং সন্ত্রাসের মত গুরুতর বিষয়গুলো ঢাকা পড়ে যাবে না, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে বিষয়গুলোকে ঘুরিয়ে দিতেই পারেন। কিন্তু তার যে মিথ্যাচারের রাজনীতি, তার পাল্টা জবাব দিতে গিয়ে রীতিমতো চাঁচাছোলা আক্রমণ করতে দেখা গেল রাজভবনকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!