এখন পড়ছেন
হোম > জাতীয় > রামমন্দিরের ভূমিপুজোয় চূড়ান্ত চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? জল্পনা সর্বস্তরে

রামমন্দিরের ভূমিপুজোয় চূড়ান্ত চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? জল্পনা সর্বস্তরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মধ্যযুগে মুঘল সম্রাট বাবরের জনৈক সেনাপতি মীরবাকির হাতে ধ্বংস হয় রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দির, মন্দির স্থলে গড়ে ওঠে বাবরি মসজিদ। তারপর থেকেই মন্দির-মসজিদের মালিকানা নিয়ে দণ্ড-যুদ্ধ শুরু হয় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে। সম্পূর্ণ ইংরেজ শাসনকালেও এই বিষয়টি অমীমাংসিতই থেকে যায়। স্বাধীনতার পরেও এই সমস্যার সুষ্ঠু সমাধান বহুকাল পর্যন্ত অধরাই থেকে গিয়েছিল। তারপর হাইকোট থেকে সুপ্রিমকোর্টের চৌহদ্দি পেরিয়ে গত বছরের শেষদিকে সুপ্রিম কোর্টের তরফে মেলে মন্দির নির্মাণের কাঙ্খিত অনুমতি।

আগামী ৫ ই আগস্ট রাম মন্দিরের ভিত্তি নির্মিত হতে চলেছে। এই দিনে স্বয়ং প্রধানমন্ত্রীর স্বহস্তে ভূমি পূজনের মধ্যদিয়ে মন্দিরের ভিত্তি রচিত হতে চলেছে। এদিন মন্দিরের প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী এছাড়া উপস্হিত থাকবেন গৈরিক পতাকাধারী বহু ব্যক্তিত্ব। তবে, দেশের সাম্প্রতিক করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা ২০০ অতিক্রম করানো হচ্ছে না।

ইতিহাসের পাতায় এই দিনটিকে উজ্জ্বল করে রাখতে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে। সংবাদসূত্রে জানা গেছে, মন্দিরের ভূমি পূজন চড়াও এদিন প্রধান মন্ত্রীর হাতে আরেকটি বিশেষ কাজ হতে চলেছে। আর তা হলো ‘রামায়ণ এনসাইক্লোপিডিয়া’র কভার পেজ-এর উদ্বোধন। সংবাদসূত্রে জানা গেছে রামায়ণের বিশ্বকোষ স্বরূপ এই গ্রন্থটিতে নরচন্দ্রমা রামচন্দ্র ও রামচন্দ্র সম্পর্কিত বিভিন্ন বিষয় ও তথ্য সন্নিবেশিত হতে চলেছে। একাধিক অভিনবত্ব থাকবে এই গ্রন্থটির মধ্যে। আর এই গ্রন্থের কভার পেজটি এদিন সকলের সামনে উন্মোচন করতে চলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদসূত্রে জানা গেছে, বিশ্বের যেখানে যেখানে শ্রীরাম চন্দ্রের শ্রীচরণের ধূলি পড়েছে সেই সমস্ত স্থানের নাম ও তৎসহ শ্রীরাম সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী থাকতে চলেছে এই গ্রন্থে। শোনা গেছে উত্তরপ্রদেশ সরকার এই বিষয়ে গভীর ভাবে উৎসাহিত করেছে অযোধ্যা সোধ সংস্থান গোষ্ঠীকে। সরকারি উৎসাহে সাহাযার্থে রামচন্দ্র ও রামায়ণ সম্পর্কিত গবেষণায় নিযুক্ত হয়েছে এই গোষ্ঠী। সূত্রে জানা গেছে রামচন্দ্র ও রামায়ণের এই গবেষণার কাজে ৬০ লক্ষ অর্থের একটি ফান্ড ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে। রাজ্য সরকার ছাড়াও কেন্দ্র সরকার এই গবেষণার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, আলোচ্য গ্রন্থটির মধ্যে ‘রামায়ণ নেশনস’ নামের গোষ্ঠী বা অধ্যায় তৈরী করে তার অন্তর্ভুক্ত করা হবে সেই সব দেশকে, যেসব দেশে রামের প্রভাব বা রামায়ণ গ্রন্থের প্রভাব রয়েছে। আর এই এই তালিকায় স্থান পেতে চলেছে, দক্ষিন এশিয়ার দেশগুলি, ইউরোপের বেশকিছু দেশ, মরিশাস, শ্রীলংকা, থাইল্যান্ড সহ আরো অনেক দেশ। যে সব দেশে রামের চারণধূলি পড়েছে বা রামায়ণের প্রভাব রয়েছে। সূত্রে জানা গেছে, এই গ্রন্থটি বিভিন্ন ভাষায় রচিত হবে। রামায়ণের সমকালীন ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকলা, সংগীত সমস্তকিছুই এই গ্রন্থে স্থানলাভ করতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!