এখন পড়ছেন
হোম > জাতীয় > রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ কর্তৃক পরিচালিত স্কুল বন্ধ নিয়ে শুনানি হলো আদালতে

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ কর্তৃক পরিচালিত স্কুল বন্ধ নিয়ে শুনানি হলো আদালতে


প্রাথমিক শিক্ষা সংসদের বিনা অনুমোদন ও পরিকাঠামোর অভাব এই দুই অভিযোগ এনে স্বয়ং সেবক সংঘ কর্তৃক পরিচালিত স্কুলগুলি বন্ধের নির্দেশ দিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর।সেই মতো সংঘ পরিচালিত ১০টি স্কুল বন্ধ করে দেওয়া হয়। এরপর সেই দশটি স্কুল একসঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা করে। স্কুল কমিটির আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় আদালতে অভিযোগ করেছিলেন যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংঘ পরিচালিত স্কুলের বিরুদ্ধে বিধানসভায় অভিযোগ তুলেছিলেন আর তাই এই সিদ্ধান্ত।তৃণমূল সরকার রাজ্যে সংঘের প্রসার ঠেকাতে এমন নির্দেশ দিয়েছেন। গত ১২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জারি হওয়া বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা করে।এদিন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় জানিয়ে দেন আদালতের নির্দেশ ছাড়া সংঘ পরিচালিত স্কুলগুলি রাজ্য বন্ধ করতে পারবে না। আদালতে কেন্দ্রের আইনজীবী কৌশিক চন্দ্র বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার, তাই এটা কেউ খর্ব করতে পারে না।”তবে রায়দান স্থগিত রাখা হয়েছে সাথে বলা হয়েছে যতদিন রায়দান না হচ্ছে স্কুলগুলি চালু থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!