এখন পড়ছেন
হোম > জাতীয় > নারদ কাণ্ডে ‘সত্যি বলতে’ চান রত্নাদেবী, চিন্তায় প্রভাবশালীরা

নারদ কাণ্ডে ‘সত্যি বলতে’ চান রত্নাদেবী, চিন্তায় প্রভাবশালীরা


নারদ তদন্তের প্রাথমিক পর্বের কাজ শেষ করতে জট আটকে আছে কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ আটকে থাকায়। যদিও রত্নাদেবীর নাম সরাসরি নারদ তদন্তে জড়ায়নি, কিন্তু শোভনবাবুকে জেরার সময় জানা যায় তাঁর সমস্ত আর্থিক লেনদেনের ব্যাপার সামলান রত্নাদেবী আর তাই তাঁকে একপ্রস্ত জেরা না করলে তদন্তের কাজ শেষ করা যাচ্ছে না। এর আগে বেশ কয়েকবার তাঁকে সিবিআই ও ইডির তরফে নোটিশ পাঠানো হলেও ‘গভীর শারীরিক অসুস্থতার চিকিৎসার’ জন্য রত্নাদেবী বিদেশে ছিলেন, ফলে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি।
বর্তমানে ‘একটু সুস্থ’ হয়ে দেশে ফিরেছেন তিনি এবং আর বিলম্ব না করে জেরার মুখোমুখি হতে চান বলে খবর। এদিকে কলকাতার এক বাংলা ওয়েব পোর্টালের দাবী সিবিআই ও ইডির জেরার মুখোমুখি হওয়ার আগে তিনি নিজস্ব আইনজীবীদের সঙ্গে একপ্রস্থ পরামর্শ করেছেন এবং তাঁদের পরামর্শেই জেরার সময় তিনি সব ‘সত্যি কথা’ জানাবেন। তাঁর স্বামী তথা কলকাতার মেয়রের আর্থিক বিবরন যতদূর তিনি জানেন, সবই বলবেন। সঙ্গে নিজের বা ছেলেমেয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়েও সত্যি কথাই বলবেন। আর ওই পোর্টালের দাবি অনুযায়ী নারদ কাণ্ডে জড়িত নন এমন কয়েকজন অসম্ভব প্রভাবশালী ব্যক্তি বেশ দুশ্চিন্তায় পড়েছেন। যদিও ওই পোর্টালের তরফে এই খবরের সত্যতা বা সূত্র হিসাবে কিছু উল্লেখ করা হয় নি, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালের খবরের পরিপ্রেক্ষিতে লেখা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!