‘ছাপ্পা মেরে জেতে তৃণমূল’!!! বিষ্ময়কর দাবী দলীয় বিধায়কেরই! বিশেষ খবর রাজ্য November 14, 2017 এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বাংলা সংস্করণে এক খবর প্রকাশ করে দাবী করা হয়েছে আসানসোলে ছাপ্পা দিয়ে ভোটে জিতেছেন তৃণমূল নেতারা এমন দাবী করেছেন তৃণমূল কংগ্রেসেরই কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। ওই সংবাদমাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করে দাবী করা হয়েছে উজ্জ্বলবাবু একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন নিজের দলের নেতাদের বিরুদ্ধেই। ওই ভিডিওতে উজ্জ্বলবাবুকে বলতে দেখা যাচ্ছে এবং ওই পোর্টালেও খবরে প্রকাশিত উজ্জ্বলবাবু বলছেন, আসানসোলে তৃণমূল নেতারা ছাপ্পা দিয়ে ভোটে জিতেছেন, একদিন ছাপ্পা মেশিনারি কাজ করবে না, সেদিন সংগঠন চ্যালেঞ্জের মুখে পড়বে। স্বভাবতই এমন খবর সামনে আসাতে রীতিমত শোরগোল পরে গেছে রাজনৈতিক মহলে। তবে ভিডিওটি জাল কিনা তা যাচাই করে দেখতে পারে নি প্রিয়বন্ধু মিডিয়া, এব্যাপারে উজ্জ্বলবাবুর সাথেও যোগাযোগ করতে পারা যায় নি। এই প্রবন্ধটি সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -