এখন পড়ছেন
হোম > জাতীয় > টুইটারে ফিরেই ডেরেক ও’ব্রায়েন-কে ধন্যবাদ, জল্পনা বাড়ালেন ঋতব্রত

টুইটারে ফিরেই ডেরেক ও’ব্রায়েন-কে ধন্যবাদ, জল্পনা বাড়ালেন ঋতব্রত


অনেকটা সময়ের অবসরের পর আবার স্বমহিমায় টুইটারে ফিরলেন ঋতব্রত। আর ফিরেই ধন্যবাদ জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন-কে।না ডেরেক ও’ব্রায়েন ঋতব্রতকে ফিরিয়ে এনেছেন এমন কিছু নয়। ঘটনা হলো এখন তিনি রয়েছেন মুম্বইয়ে।পরিবহন, ভ্রমণ এবং সংস্কৃতি বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে গিয়েছেন তিনি।সুসংগঠিত বৈঠক আয়োজন এবং কমিটিতে গণতান্ত্রিক পরিবেশ ভালোভাবে বজায় আছে দেখে অভিভূত ঋতব্রত। সমস্ত কিছুর কৃতিত্ব চেয়ারম্যান ডেরেক ও’ব্রায়েন-কে দিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন প্রথম টুইটটি করে।
এরপর তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে আর একটি টুইট করেন।আর তৃতীয় টুইটটি,রসগোল্লার জন্য মানে রসগোল্লার সত্বের লড়াইয়ে বাংলার জয়ের জন্য। গত অক্টোবরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠার পর থেকেই তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন টুইটার থেকে। আর ফিরেই ডেরেক ও’ব্রায়েন-কে ধন্যবাদ জানালেন তিনি।জল্পনা শুরু রাজনৈতিক মহলে। সিপিএম থেকে বহিষ্কারের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন ‘দলবিহীন’ সাংসদ।তবে কি? প্রশ্নের উত্তর খুঁছেন সবাই। অবশ্য উত্তর এখুনি কেউ দিতে পারবেন না উত্তর দেবে ভবিষ্যৎ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!