এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল গদ্দার তাই ছেলের নাম বদলের আর্জি ‘মুকুলের’ বাবার, দাবি তৃণমূলের মেয়রর

মুকুল গদ্দার তাই ছেলের নাম বদলের আর্জি ‘মুকুলের’ বাবার, দাবি তৃণমূলের মেয়রর


কয়েকদিন হলো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল রায় আর তারপরেই মুকুলবাবু তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন, বলা বাহুল্য সরাসরি তৃণমূলের সাথে রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন তিনি। তাই শাসকদলের নেতা নেত্রীরা মুকুলকে বিদ্ধ করতে পিছপা হচ্ছেন না যে যার মতো করে মুকুলকে বিঁধেছেন। এবার তাতে যুক্ত হলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।মোদী সরকারের নোট বাতিল ও জিএসটির লাগুর বিরুদ্ধে রবিবার আসানসোলে অভিনব মিছিল করে তৃণমূল কংগ্রেস।সেখানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র। তিনি মুকুল রায়কে বিজেপিতে যোগ দেবার জন্য ‘বেইমান’ বলে কটাক্ষ করেন।
শুধু তাই নন এদিন তিনি জানান যে আসানসোল পুর নিগমে এক ব্যক্তি তাঁর সদ্যোজাত সন্তানের নাম পরিবর্তন করার আর্জি জানান। জিতেন্দ্রবাবু জানান ওই ব্যাক্তি নাকি তাঁর পুত্র সন্তানের নাম রেখেছিলেন মুকুল চট্টোপাধ্যায়,যা ওই শিশুটির জন্ম শংসাপত্রে ও নথিভুক্ত করা আছে। কিন্তু মুকুল রায় বিজেপি-তে যোগ দেওয়ার পরেই শিশুটির বাবা সিদ্ধান্ত নিয়েছেন যে নাম বদলাবেন কারণ মুকুল রায় ‘বেইমান’। তার ছেলের নাম মুকুল রাখলে বেইমান শব্দটি তার ছেলের সাথে যুক্ত হবে তাই তিনি এই নাম বদলে ফেলবেন।তিনি আরো বলেন, খোঁজ নিয়ে দেখুন। হাসপাতাল, নার্সিংহোমে যত পুত্রসন্তান জন্মাচ্ছে, কারও বাবা-মা মুকুল নামটা রাখছেন না। সাথে যুক্ত করেন, সমাজে কেউ যেমন তাঁদের সন্তানের নাম মীরজাফর রাখেন না, তেমনই পশ্চিমবঙ্গে কেউ আর নিজের ছেলের নাম মুকুল রাখবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!