এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সাতসকালে আদালতে আত্মসমর্পণ সোহমের, জামিন পাবেন তৃণমূল বিধায়ক?

সাতসকালে আদালতে আত্মসমর্পণ সোহমের, জামিন পাবেন তৃণমূল বিধায়ক?


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-রেস্তোরার মালিককে মারধরের ঘটনায় চলম অস্বস্তিতে তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআরও দায়ের হয়েছে। ইতিমধ্যেই সেই আক্রান্ত রেস্তোরাঁর মালিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে একটি মামলা করেছেন। আর এই পরিস্থিতিতে প্রবল চাপে পড়ে আজ সাত সকালে বারাসাত আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই বারাসাত আদালতে পৌঁছে দেন চন্ডীপুরের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা সোহম চক্রবর্তী। মূলত, রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় যে মামলা দায়ের হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই এদিন তিনি আত্মসমর্পণ করতে আদালতে এসেছিলেন। পাশাপাশি জামিনের আবেদনও করেন এই তৃণমূল বিধায়ক। স্বাভাবিক ভাবেই কার্যত চাপে পড়েই বিপদ থেকে বাঁচতেই যে আগাম জামিনের আবেদন করে আত্মসমর্পণ করলেন সোহম চক্রবর্তী, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষ পর্যন্ত তার এই জামিনের আবেদন মঞ্জুর হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!