এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শপথ জট কাটাতে ধনকরের সঙ্গে কথা অধ্যক্ষের, কড়া জবাব শুভেন্দুর!

শপথ জট কাটাতে ধনকরের সঙ্গে কথা অধ্যক্ষের, কড়া জবাব শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কোনোভাবেই রাজ্যপাল বিধানসভায় আসতে রাজি নন দুই বিধায়ককে শপথ গ্রহণ করাতে। বরঞ্চ তিনি জানিয়ে দিয়েছেন যে, দুই বিধায়ককে শপথ নেওয়ার জন্য যেতে হবে রাজভবনে। আর এটাতেই ইগো ধরে বসে আছে বিধানসভা। অধ্যক্ষ থেকে শুরু করে দুই বিধায়ক, এমনকি তৃণমূলের সকলেই দাবি করছেন যে, রাজ্যপাল এই ধরনের কাজ করতে পারেন না।

আর এবার পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে নাকি ফোনে কথা বলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও বা এই বিষয়ে গুরুত্ব না দিয়ে পাল্টা কড়া ভাষায় জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এসব নিয়ে ফালতু করছেন। কিছু করেই কোনো লাভ হবে না। কেন উনি তো বলেছিলেন, রাষ্ট্রপতির কাছে যাবেন। তাহলে এখানে যারা বসে আছে, তাদেরকে নিয়ে উনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না কেন?”

অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ দলদাসের মত আচরণ করে রাজ্যপালকে যদি বাজেট অধিবেশনে বলতে না দেন, তাহলে রাজ্যপাল যে তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এই দুই বিধায়ককে রাজভবনে এসে শপথ নিতে বলতে পারেন, সেটা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। তাই গোটা সমস্যার সমাধান করতে উপ রাষ্ট্রপতির সঙ্গে হাজার ফোনে কথা বলেও যে কোনো লাভ হবে না, অধ্যক্ষ যে কিছুই করতে পারবেন না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!