এখন পড়ছেন
হোম > জাতীয় > শুধুই ফাঁকা আওয়াজ, গালিগালাজ করেও ফের মোদীর শরণাপন্ন মমতা!

শুধুই ফাঁকা আওয়াজ, গালিগালাজ করেও ফের মোদীর শরণাপন্ন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কিছুদিন আগেই দেশের নির্বাচন শেষ হয়ে গিয়েছে। আর সেই নির্বাচনে বাংলার মাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যা ইচ্ছে তাই বলে আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না, এই ইস্যুতে বিজেপিকে বিভিন্নভাবে গালিগালাজ করেছেন তিনি। যে ভাষা সম্পর্কেও রাজ্য রাজনীতিতে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। কিন্তু এত বড় বড় ফাঁকা আওয়াজ দিয়ে কি হলো?

অবশেষে কেন্দ্রে সরকার গঠন তো দূরের কথা, বিরোধী দল হয়েই থাকতে হবে তৃণমূল কংগ্রেসকে।এমনকি যে নরেন্দ্র মোদীকে নির্বাচনের প্রচারে বিভিন্নভাবে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর আবার তার শরণাপন্ন হতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে।সূত্রের খবর, তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। এনডিএ জোটের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকেই দলনেতা করা হয়েছে। আগামী রবিবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর তারপরেই নতুন সরকার গঠন হয়ে গেলে আবার সেই প্রধানমন্ত্রীকে বাংলার বকেয়া নিয়ে চিঠি পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কোন খাতে কত বরাদ্দ বাকি রয়েছে, তার তালিকা তৈরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, কেন্দ্র তো রাজ্যকে সাহায্য করে না বলে নির্বাচনী প্রচারে বাংলার মানুষের কাছে প্রতি সময় মিথ্যে কথা বলেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাহলে এখন কেন আবার কেন্দ্রের কাছে হাত পাততে হচ্ছে তাকে? বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকার এর আগেও রাজ্যকে টাকা পাঠিয়েছে। কিন্তু তার হিসেব চাওয়ার পর রাজ্য হিসেব দিতে পারেনি‌। তাই সেই টাকা বন্ধ রাখা হয়েছে। ফলে দুর্নীতি করবে রাজ্য, আর তাদেরকে টাকা দিয়ে যাওয়া হবে, এই দিন শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আবেদন জানাতেই পারেন। কিন্তু তার চালাকি ধরে ফেলেছে কেন্দ্রীয় সরকার। আগের টাকার হিসেব দিতে হবে, তারপরেই বাকি টাকা পাবে রাজ্য বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!