জোটে মাত, শিলিগুড়ি-মডেলই যে রাজ্যের ভবিষ্যৎ আবার দেখিয়ে দিল উত্তরবঙ্গ রাজ্য May 5, 2018 শিলিগুড়িতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে ১৩ – ২ ব্যবধানে হারিয়ে দিলো বাম-কংগ্রেস জোট। এই জয়ের সাফল্যের সাথেই দাবি উঠলো জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলে বহু পঞ্চায়েত, সমিতি কিংবা জেলা পরিষদে তারা ক্ষমতা দখল করতে সক্ষম। এই জয়ের সাফল্য স্পষ্ট ইঙ্গিত করছে বাম ও কংগ্রেস জোট বেঁধে প্রতিদ্বন্দ্বীতা করলে শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফলের ন্যায় রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও তারা ভালো ফল করবে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে বাম – কংগ্রেসের জোটে বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সাফল্যের প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য বললেন, “এই নমুনা আমরা এর আগেও দেখিয়েছি। আবারও দেখালাম। সত্যিকারের জোট হলে এখনও কলকে পাবে না তৃণমূল। তৃণমূলের উন্নয়ন-তত্ত্ব নিমেষেই উভে যাবে। শিলিগুড়ির মানুষ তা আবার দেখিয়ে দিয়েছে। এই ফল দেখে অনেকেই বলতে শুরু করেছেন, যদি সুষ্ঠু ও অবাধ ভোট হত গোটা রাজ্যের ফল এমনই হত।” প্রসঙ্গত উল্লেখ্য সবং-নোয়াপাড়া-উলুবেড়িয়ায় নির্বাচনী ফলফলে বিপর্যস্ত হওয়ার পরে মহেশতলায় বাম-কংগ্রেস জোট গড়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করতে আগ্রহী। এরমধ্যে জোট প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে এক দফা বৈঠকও করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অবশ্য মহেশতলা নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেস নেতৃত্ব বাম শিবিরের প্রস্তাবে সাড়া না দেওয়ার পক্ষপাতী। আপনার মতামত জানান -