এখন পড়ছেন
হোম > অন্যান্য > দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব, প্রতিটা পশমে আদর করব! ইমনকে কদর্যতম আক্রমন সোশ্যাল মিডিয়ায়!

দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব, প্রতিটা পশমে আদর করব! ইমনকে কদর্যতম আক্রমন সোশ্যাল মিডিয়ায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্মান, শালীনতা, শ্রদ্ধা এগুলো মানুষের সহজাত বৈশিষ্ট্য। যদিও এগুলি কেমনভাবে প্রদর্শিত হবে সে বিষয়ে শিক্ষা দিতে সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তবুও মানুষের মধ্যে থেকে এগুলো যে দিনদিন কমে যাচ্ছে, সেই উদাহরণই বারবার উঠে আসছে। বস্তুত, অনলাইনে নিগ্রহের ঘটনা নতুন কিছু নয়। সে সাধারণ মানুষ হোক কি সেলিব্রিটি। তবে বিশেষ করে মহিলা তারকাদের ক্ষেত্রে তো এই হেনস্থার খবর বেশি শোনা যায়।

এই সমস্যা থেকে বাদ যান না অভিনেত্রী-গায়িকা থেকে শুরু করে টলিউডের অভিনেত্রী-গায়িকা কেউই। অনলাইনে বিভিন্ন ভাবে হেনস্তার হাত থেকে রেহাই পেতে বারবারই প্রশাসনের দ্বারস্থ হতে দেখা যায় তাঁদের। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অবাঞ্ছিত ফোন কলের জ্বালায় শ্রাবন্তী চ্যাটার্জি বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছিলেন বলে জানা যায়। সেই সময় শোনা গিয়েছিল বাংলাদেশের বেশ কয়েকটি নম্বর থেকে অনেকদিন ধরেই নাকি অশ্লীল মেসেজ আসছিল তাঁর নম্বরে। প্রথমে নম্বর ব্লক করেও রেহাই পাননি তিনি। এরপরই হাই কমিশনে অভিযোগ জানান শ্রাবন্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার সেই তালিকায় উঠে এসেছে গায়িকা ইমন চক্রবর্তীর নাম। তাঁর অভিযোগ তাঁকে নাকি সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় মন্তব্য করেছেন এক ব্যক্তি। আর সেই ব্যক্তির তীব্র বিরোধিতা করতে দেখা গেছে ইমনকে। ইনস্টাগ্রামে স্ক্রিন শট শেয়ার করে তিনি দেখান যে অভিযুক্তের প্রোফাইল থেকে ইমনের কোনও একটি পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়ে লেখা হয়েছে, “তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব, প্রতিটা পশমে আদর করব”। আর সেই স্ক্রিন শটই শেয়ার করেন ইমন। শুধু তাই নয়, সেই মন্তব্যটি মার্ক করে তিনি লেখেন যে “দয়া করে এই প্রোফাইলটি ব্লক করুন বা এর বিরুদ্ধে রিপোর্ট করুন। উনি কী করবেন সেটা বলেছেন। আপনারা কী করতে পারেন একটু দেখিয়ে দিন প্লিজ!”

আর এখানেই ইমন পোস্টটি শেয়ার করতেই ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় তাঁর অনুরাগীদের। বর্তমান প্রযুক্তির সুযোগ নিয়ে এমন কদর্য মন্তব্য করার জন্য তীব্র সমালোচনা শুরু হয় সোশাল মিডিয়ায়। কাউকে আবার বলতে শোনা যায় প্রোফাইলটি নাকি বাংলাদেশের। আর যেহেতু সেদেশে নাকি এমন প্রোফাইল ব্লক করার অপশন নেই, তাই ব্লক করা যাবে না। তবে বেশিরভাগ অনুরাগিকেই ইমনের পাশে দাঁড়াতে দেখা গেছে। সেই সঙ্গে ওই প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট করারও আশ্বাস দিয়েছেন অনেকে। তবে শেষ পর্যন্ত গায়িকা এহেন অপমানের সুবিচার পান কিনা, সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!