এখন পড়ছেন
হোম > জাতীয় > জিসটি নিয়ে নির্মলা সীতারামনের প্রশংসার পাল্টা এবার ব্যবসায়ীদের চূড়ান্ত ক্ষোভ প্রকাশ্যে

জিসটি নিয়ে নির্মলা সীতারামনের প্রশংসার পাল্টা এবার ব্যবসায়ীদের চূড়ান্ত ক্ষোভ প্রকাশ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি প্রথম দফার কার্যকালেই জিএসটি ঘোষণা করেছিলেন দেশজুড়ে। কার্যত সেসময় জিএসটি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন দেশের ছোট-বড়-মাঝারি ব্যবসায়ীরা। চার বছর কেটে গেলেও সেই ক্ষোভ কিন্তু বিন্দুমাত্র প্রশমিত হয়নি। সম্প্রতি জিএসটির চার বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন। পাশাপাশি তিনি জানান, জিএসটির কারণে যেমন করদাতাদের সংখ্যা দ্বিগুণ হয়েছে, ঠিক তেমনি ব্যবসায়ীদের কর প্রদানের প্রক্রিয়া জিএসটির মাধ্যমে সহজ হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, কর আদায় বৃদ্ধি হয়েছে।

একইসাথে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে আবারও দেশব্যাপী ব্যবসায়ীরা তাঁদের ক্ষোভ উগরে দিলেন। ব্যবসায়ীদের মতে, প্রস্তুতি না নিয়ে যেভাবে জিএসটি রাতারাতি চালু করা হয়েছিল তার মাশুল আজও গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে বিজেপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী সংগঠন সিআইটির তরফ থেকেও ব্যাপক সমালোচনা করা হয়েছে জিএসটির, যা কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে তুলেছে। সিআইটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, জিএসটি কার্যত ঔপনিবেশিক কর ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে। একইসাথে তিনি অভিযোগ করেছেন, শুরুতে বলা হয়েছিল জিএসটি সহজ-সরল। কিন্তু যত সময় যাচ্ছে, জিএসটি ততই জটিল হয়ে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দারও অভিযোগ করেছেন একই সুরে। তিনিও জানান, কোন কিছু চিন্তা না করে জিএসটি চালানোর খেসারত দিতে হচ্ছে ব্যবসায়ীদের। গত চার বছরে জিএসটি আইনে প্রায় 4 হাজার সংশোধন হয়েছে, কিন্তু তার কোনটা সম্পর্কেই সম্যক ধারণা নেই বহু আধিকারিকদের বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কার্যত স্বীকার করে নিলেন জিএসটি কাঠামোয় ব্যাপক সংস্কার প্রয়োজন।

একইসাথে ছোট-মাঝারি ব্যবসায়ী সংগঠন ফোরাম অব ট্রেডার্স অর্গানাইজেশনের রাজ্য সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, সবথেকে বেশি সমস্যায় পড়েছেন জিএসটি নিয়ে মাঝারি মাপের ব্যবসায়ীরা। সেক্ষেত্রে কর আদায় যতটা বৃদ্ধি পাওয়া উচিত ছিল, তা বৃদ্ধি পায়নি। উল্টে জটিলতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি সংক্রান্ত যে সকল দাবী করেছেন, তা কার্যত নস্যাৎ করে দিচ্ছে দেশজুড়ে ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবত জিএসটি নিয়ে প্রশ্ন উঠছে। এই অবস্থায় জিএসটি সংস্কার নিয়ে চিন্তাভাবনা করা উচিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!