এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধায়ক হিসেবে শপথ নিয়েই রাজ্য ছাড়ছেন এই হেভিওয়েট! জেনে নিন!

বিধায়ক হিসেবে শপথ নিয়েই রাজ্য ছাড়ছেন এই হেভিওয়েট! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত ফেব্রুয়ারি মাসে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর ভাবে আক্রান্ত হন বর্তমান জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। দীর্ঘদিন হুইল চেয়ার করে ঘুরতে হয় তাকে। তবে সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। আর তারপরেই বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন জাকির হোসেন। কিন্তু বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর নিজের বিধানসভা কেন্দ্রে না গিয়ে এবার দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। মূলত নিজের চিকিৎসা করানোর জন্যই তাকে দক্ষিণ ভারতের যেতে হচ্ছে।

বলা বাহুল্য, এদিন জাকির হোসেন শপথ গ্রহণ করার পরেই তৃণমূল কর্মীরা রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন। কখন তাদের বিধায়ক জেলায় আসবেন, তার দিকে তাকিয়েছিলেন সকলে। তবে বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই তিনি যে এখন জেলায় ফিরতে পারছেন না, তা জানিয়ে দেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। এদিন এই প্রসঙ্গে জাকির হোসেন বলেন, “রুটিন কিছু পরীক্ষা এবং ডাক্তার দেখানোর জন্য আগামী কাল সকালে আমি দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছি। সেখানে ডাক্তার দেখানোর পর তারা সিদ্ধান্ত নেবেন, আমার চিকিৎসা কোন পথে এগোবে। তাই এই মুহূর্তে আমার মুর্শিদাবাদ জেলাতে ফেরা হচ্ছে না। আমি আশা করছি, দুর্গাপুজার আগেই হয়তো মুর্শিদাবাদ জেলাতে ফিরে যেতে পারব। তখন দলের কর্মীদের সঙ্গে আনন্দ করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ নিজের শারীরিক চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষা করাতেই বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর এখন জেলায় ফিরতে পারছেন না জাকির হোসেন। স্বভাবতই কবে তিনি পূর্ণাঙ্গরূপে সুস্থ হন এবং কবে দক্ষিণ ভারত থেকে ফিরে নিজের বিধানসভা কেন্দ্রে আসেন এই বিধায়ক, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!