এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস >  “তৃনমূলকে কবর দেব” বাইরনের দলবদলে চরম জেদ অধীরের!

 “তৃনমূলকে কবর দেব” বাইরনের দলবদলে চরম জেদ অধীরের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট–  2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্য বিধানসভায় কার্যত শূন্য হয়ে গিয়েছিল বাম এবং কংগ্রেস। কিন্তু সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়লাভ করে কংগ্রেস এবং বামেরা কিছুটা হলেও নিজেদের অস্তিত্ব ফিরে পেতে শুরু করে। কিন্তু কংগ্রেসের টিকিটে জেতার পরেও সেই সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস দলবদল করে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যার ফলে বিধানসভায় কার্যত শূন্য হয়ে গেল কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে বাইরন বিশ্বাস দল বদল করলেও, তারা যে তা নিয়ে মোটেই ভাবিত নয় এবং এই ঘটনা যে কংগ্রেসের জেদ আরও বাড়িয়ে দিল, তা স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তার দাবি, আমরা নতুন গতিতে এগিয়ে চলব, আগামী দিনে তৃণমূলকে বাংলায় কবর দেব।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, “এই ঘটনা আমাদের জেদ আরও বাড়িয়ে দিল। পশ্চিমবঙ্গে কংগ্রেসের গতি ঊর্ধ্বমুখী। আমাদের কেউ আটকাতে পারবে না। এর আগেও মুর্শিদাবাদ জেলা থেকে অনেক বিধায়ক চলে গিয়েছেন। কিন্তু তাতে কংগ্রেস থেমে থাকেনি। তাই আগামী দিনেও কংগ্রেস লড়াই করে যাবে। বাংলার মাটিতে আমরা তৃণমূল কংগ্রেসকে কবর দেব।”

পর্যবেক্ষকদের মতে, এমনিতেই বর্তমানে বাংলায় বাম এবং কংগ্রেসের শোচনীয় অবস্থা। তবে সাগরদিঘী উপনির্বাচনে জয়লাভ করার পর তারা কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছিল। কিন্তু সেখানেও তারা শূন্য হয়ে গেল। যে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন বাইরন বিশ্বাস, সেই বাইরন বিশ্বাস যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

তবে এবার কি রাজনীতির ময়দানে টিকে থাকতে সেই বাইরন বিশ্বাস দল বদল করলেও যে তাদের কোনো ক্ষতি হবে না, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলেন? তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি কি বুঝিয়ে দিতে চাইলেন যে, তারা এখনও প্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে! ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!