এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মমতা প্রধানমন্ত্রী হলে….” সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন সুকান্ত!

“মমতা প্রধানমন্ত্রী হলে….” সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে বিজেপিকে চাপে ফেলতে বিরোধীদের তরফে মহাজোটের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচারের আলোয় আনার চেষ্টা করছে তৃণমূল শিবির। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীত্বের স্বপ্নে জল ঢেলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, যিনি পশ্চিমবঙ্গকে এত পিছিয়ে দিয়েছেন, তাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ মানুষ দেখতে চায় না।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে 45 লক্ষ্য পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গিয়েছেন। তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হন, তাহলে হয়তো দেখা যাবে, ভারত থেকে চীনে মানুষ কাজ করতে যাচ্ছে। আজকে এমন একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, যার আমলে শিক্ষামন্ত্রী জেলে, তার জেলা সভাপতি জেলে। যিনি পশ্চিমবঙ্গকে এতটা পিছিয়ে দিয়েছেন, তাকে ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে কখনই চায় না।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে বিরোধী মহাজোটের প্রস্তুতি নেওয়া তৃণমূল এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চাপের মুখে ফেলে দিলেন সুকান্ত মজুমদার। তিনি বুঝিয়ে দিলেন, ভারতবর্ষের নেত্রী হওয়া তো দূরের কথা, পশ্চিমবঙ্গকে সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার ব্যর্থতা কার্যত প্রমাণিত বলে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!