এখন পড়ছেন
হোম > জাতীয় > হাতে চুম্বন করে করোনা সরিয়ে তোলার দাবি জানানো মৌলবী নিজেই মারা গেলেন করোনায়! আতঙ্কে ভক্তরা

হাতে চুম্বন করে করোনা সরিয়ে তোলার দাবি জানানো মৌলবী নিজেই মারা গেলেন করোনায়! আতঙ্কে ভক্তরা


দেশে করোনা সংক্রমণ উত্তরোত্তর হারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের রতলাম এলাকা থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে এই এলাকায় আসলাম নামে এক মৌলবী ঝাড়ফুঁক ইত্যাদির মাধ্যমে মানুষদের নানা সমস্যা এমনকি রোগ-ব্যাধিও দূর করতেন। এমনকি এই মৌলবী বাবা মানুষের হাতে চুম্বন করে সমস্ত বিপদ দূর করে দিতে পারতেন বলে স্থানীয় সূত্রের খবর।

বহু ভক্ত প্রতিদিন মৌলবী বাবার কাছ থেকে তাবিজ কবজ নিয়ে বিপদ দূর করার আশায় দূর-দূরান্ত থেকে ছুটে যেতেন। কিন্তু দেশে করোনা পরিস্থিতিতে যখন বারবার কেন্দ্র এবং রাজ্যের তরফে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে এই মৌলবী জনসাধারণের হাতে চুম্বন করে অসুখ দূর করার কাজে নেমে ছিলেন বলে জানা গেছে। কিন্তু গত ৪ঠা জুন মধ্যপ্রদেশের নয়াপুরার মৌলবী আসলামের মৃত্যু হয়।

জানা গেছে মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই মৌলবীর শরীরে করোনা সংক্রমণের কারণেই তার মৃত্যু ঘটে। কার্যত বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় মধ্যপ্রদেশের রতলামে। জানা গেছে বহু ভক্ত ওই মৌলবীর সংস্পর্শে আসার কারণে করোনা সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই মৌলবী বাবার সংস্পর্শে আসা ২৯ জন মানুষকে সনাক্ত করা গেছে যাদের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাবা যে এলাকায় থাকতেন সে এলাকাটি সম্পূর্ণভাবে হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সমস্ত ভক্তদের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে তারা প্রত্যেকেই ইতিমধ্যে চিকিৎসাধীন।কিন্তু সকল ভক্তদের এখনোও শনাক্ত করা যায়নি বলে সূত্রের খবর। প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে আরো বেশ কয়েকজন সাধু, মৌলবী বাবার সন্ধান পাওয়া গেছে যাদের প্রত্যেককেই ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রসঙ্গত তাঁরা জানিয়েছেন কোয়ারেন্টিনে রাখা হলেও কোন রকম সুযোগ-সুবিধাই তারা পাচ্ছেন না।

লকডাউন চলার কারণে তাদের সমস্ত কাজকর্ম বন্ধ রুজি রোজগার বন্ধ। কার্যত কোয়ারেন্টিনে থাকার কারণে নিজেদের সুবিধা মত কোন কিছুই করতে পারছেন না তারা। অন্যদিকে জানা গেছে এদিন রতলামের চিকিৎসক প্রমোদ প্রজাপতি আসলাম নামক ওই মৌলবী বাবার মৃত্যুর বিষয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গত ৪ঠা জুন ওই মৌলবীর মৃত্যু হয়। তার সংস্পর্শে আসা যাদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে তাদের সকলকে ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”

সূত্রের খবর মৌলবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এলাকা স্যানেটাইজ করার কাজ শুরু হয়। বিষয়টি ঘিরে এলাকাজুড়ে বেশ উত্তেজনা ছড়ায় বলে জানা গেছে। তবে, এই প্রসঙ্গে, বিশেষজ্ঞরা বলছেন – এটা কার্যত একটা ‘আই ওপেনার’ ঘটনা! করোনা মহামারীর প্রতিষেধক খুঁজছেন গোটা বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। কিন্তু, তার মাঝেই সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য কেউ কেউ অদ্ভুত অদ্ভুত ফন্দি-ফিকির বার করছে! করোনা থেকে বিশ্বকে বাঁচাতে পারে একমাত্র বিজ্ঞান, কোনো বুজরুকি বাবার ঝাড়ফুঁক নয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!