এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ, দলীয় কাউন্সিলর ও কাউন্সিলরের ছেলে পেল চাকরি, প্রবল অস্বস্তিতে তৃণমূল!

ফের চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ, দলীয় কাউন্সিলর ও কাউন্সিলরের ছেলে পেল চাকরি, প্রবল অস্বস্তিতে তৃণমূল!


যে কোনো সরকার ক্ষমতায় আসার আগে বেকারদের কর্মসংস্থানের জন্য ঢালাও প্রতিশ্রুতি দেয়। 2011 সালে রাজ্যের ক্ষমতা দখলের আগে নির্বাচনী প্রচারে সেই একই প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তবে ক্ষমতায় আসার পর সেভাবে বেকারদের কর্মসংস্থানের দিশা দিতে দেখা যায়নি তৃণমূল পরিচালিত সরকারকে বলে অভিযোগ বিরোধীদের। তবে বেশ কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন দরজা রাজ্য সরকারের পক্ষ থেকে খোলা হলেও, সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

কখনও নিজেদের নেতাদের নিকটাত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়া, আবার কখনও বা অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে নতুন কিছু নয়। আর এবার সেই রকমই একটি গুরুত্বপূর্ণ অভিযোগে বিদ্ধ হতে হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

সূত্রের খবর, এবার মজদুর পদে চাকরি পেয়ে গেলেন চুঁচুড়া পৌরসভার বিদায়ী বোর্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সৌমিত্র মালাকার। এছাড়াও আরেক তৃনমূল কাউন্সিলর জয়দেব অধিকারীর ছেলে পিওন পদে চাকরি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই ঘটনা এখন তীব্র শোরগোলে সৃষ্টি করেছে চুঁচুড়া এলাকায়। যে কোনো মানুষ চাকরি পেতেই পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু যেভাবে শাসক দলের প্রাক্তন কাউন্সিলার এবং আরেক প্রাক্তন কাউন্সিলরের ছেলে চাকরি পেলেন, তাতে স্বজনপোষণের অভিযোগ ওঠাই স্বাভাবিক। ইতিমধ্যেই বিরোধীরা এই গোটা ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সরব হতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। যার ফলে রাজ্যের শাসক দলকে বড়সড় বিপাকে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের বিরুদ্ধে এইরকম স্বজনপোষণের অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও তৃণমূল বিধায়ক পরেশ পালের মেয়ে অঙ্কিতা পাল, এমনকি কিছুদিন আগেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গিয়েছিল তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তীর আত্মসহায়ক দেবপ্রিয় সমাজদার তার নিকটাত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন। যার ফলে তৃণমূলের একাংশ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।

আর এবার যেভাবে চুঁচুড়া পৌরসভায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার এবং আর এক কাউন্সিলরের ছেলে চাকরি পেলেন বলে অভিযোগ উঠেছে, তাতে দুর্নীতির বড়সড় গন্ধ পাচ্ছে বিরোধীরা। বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই রেশনের দুর্নীতি, আমপানের টাকা নয়ছয় সহ একাধিক বিষয়ে রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধী দল। আর এবার চুঁচুড়ার এই ঘটনার ফলে বিরোধীদের শাসকের বিরুদ্ধে প্রতিবাদ আরও চরম আকার ধারণ করবে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!