এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দূরত্ব বিধি শিকেয় তুলে “শর্ত” জেতা জনতাকে শাড়ি পুরস্কার তুলে দিলেন প্রভাবশালী তৃণমূল নেতা!

দূরত্ব বিধি শিকেয় তুলে “শর্ত” জেতা জনতাকে শাড়ি পুরস্কার তুলে দিলেন প্রভাবশালী তৃণমূল নেতা!


করোনা ভাইরাসকে আটকাতে সামাজিক দূরত্ব বাধ্যতামূলক। চলছে পঞ্চম দফার লকডাউন। আর এই লকডাউনের সময়ে উত্তর 24 পরগনার তৃণমূল নেতা গোপাল শেঠ একটি বৈচিত্র্যপূর্ণ ঘোষণা করেন। যেখানে তিনি বলেন, “8 জুন পর্যন্ত যদি গ্রামে করোনা ঢুকতে না পারে, তাহলে সব মহিলাকে নতুন শাড়ি দেওয়া হবে।” আর স্বাভাবিকভাবেই গোপাল বাবুর এই কথায় গ্রামের মহিলারা উজ্জীবিত হয়ে ওঠেন।

তারা প্রত্যেকেই সচেতনভাবে এই পুরস্কারে পুরস্কৃত হবার জন্য সামাজিক দূরত্ব পালনের পাশাপাশি যতটা সম্ভব কম বাইরে বেড়ানো যায়, সেই চেষ্টা শুরু করেন। বলাবাহুল্য, নিঃসন্দেহে গোপালবাবুর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু দিনের শেষে 8 জুন পর্যন্ত করোনা প্রবেশ না করিয়েও, এক লহমায় গোপালবাবুর উদ্যোগে সম্পূর্ণরূপে লকডাউন ভেঙে যেতে দেখা গেল। অনেকে হয়ত প্রশ্ন করবেন, কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণটা আর কিছুই নয়। গোপালবাবু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য এদিন আদিবাসী অধ্যুষিত পারুই জেলে পাড়ার মহিলারা সেই পুরস্কার নেওয়ার জন্য জড়ো হন। যার ফলে সামাজিক দূরত্ব অনেকটাই বিঘ্নিত হয়ে যায়। এক্ষেত্রে 8 জুন পর্যন্ত করোনাকে আটকানো গেলেও, পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সামাজিক দূরত্ব লংঘন হয়ে যাওয়ায় এক বালতি দুধের মধ্যে চোনা পড়ে গেল বলেই দাবি করছেন অনেকে।

সূত্রের খবর, এদিন গোপালনগর গিরিবালা উচ্চ বিদ্যালয়ে “বাংলার গর্ব মমতা” অনুষ্ঠান থেকে এই মহিলাদের হাতে শাড়ি তুলে দেন উত্তর 24 পরগনা তৃণমূল নেতা তথা আরটিও বোর্ডের সদস্য গোপাল শেঠ। এদিন এই প্রসঙ্গে গোপালবাবু বলেন, “বেশ কয়েকটি গ্রাম কথা রেখেছে। আজ এখানে শাড়ি দিচ্ছি। এরপর মুরিঘাটা সহ অন্যান্য এলাকায় যাব।” কিন্তু তার চেষ্টার ফলে এতদিন সামাজিক দূরত্ব পালন করা গেলেও, যেভাবে পুরস্কার প্রদানের অনুষ্ঠানে সেই সামাজিক দূরত্ব বিঘ্নিত হয়ে গেল, তাতে আদৌ গোপালবাবুর মূল উদ্দেশ্য রক্ষিত হয় কিনা, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!