এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুধু ভবানীপুরেই কেন হতে চলেছে উপনির্বাচন? বিস্ফোরক গেরুয়া শিবির

শুধু ভবানীপুরেই কেন হতে চলেছে উপনির্বাচন? বিস্ফোরক গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টানটান উত্তেজনার পর অবশেষে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ সে সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে ভবানীপুরে। এছাড়াও সেদিন উপনির্বাচন রয়েছে সামশেরগঞ্জ, জঙ্গিপুর কেন্দ্রগুলিতে। তবে, বাকি কেন্দ্রগুলিতে উপ নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষনা করেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই ঘোষণায় যথেষ্ট আস্বস্ত তৃণমূল। রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিলেন যে, রাজ্যের কোন মন্ত্রী যদি ছ মাসের মধ্যে ভোটে জিতে না আসেন, তবে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে। এরপর ভবানীপুরে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। কিন্তু গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দহে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তাই কমিশনের এই ঘোষণায় ক্ষুব্দ বিজেপি।

রাজ্যের সাংবিধানিক সংকট প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, সরকার যখন চলছে তাহলে সাংবিধানিক সংকট কেন তৈরি হবে? কি উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে? তিনি জানালেন, রাজ্যে এখনো জীবনযাত্রা স্বাভাবিক হতে পারেনি। যানবাহন ঠিকমত চলছে না। তাই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তিনি জানালেন, নির্বাচন কমিশন অবশ্যই প্রভাবিত হয়েছে। তাঁরা জানতে চান যে, কেন এটা হল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানালেন যে, তাঁরা চিন্তায় আছেন হঠাৎ ভবানীপুরে কেন ভোট হবে? তাহলে বাকি কেন্দ্রগুলিতে কেন ভোটের ঘোষণা করা হলো না। গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দহে উপ নির্বাচন হওয়ার কথা। এই চারটি কেন্দ্রের মধ্যে কোথাও জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে, কোথাও জয়ী প্রার্থীরা পদত্যাগ করেছেন। আবার, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গে এমনিতেই সংবিধান সংকট চলছে। তাই নতুন করে আবার সংকট তৈরির কি আছে? কমিশন কেন এই ঘোষণা করেছে? তার জবাব তাঁরা চাইবেন।

তবে, উপ নির্বাচন প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানান, বিজেপি সম্পূর্ণ ভাবে তৈরি আছে। কিন্তু অদ্ভুতভাবে জাতীয় নির্বাচন কমিশন ভবানীপুরেই ভোটের দিন ঘোষণা করেছে। বাকি কেন্দ্রগুলিতে ভোটের দিন ঘোষণা করেনি। তবে প্রথম থেকেই বিজেপি ভোটের জন্য প্রস্তুত। করোনা বিধি মেনে নির্বাচনে অংশগ্রহণ করবে সমস্ত রাজনৈতিক দল, এমনটাই আশা করছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!