এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুযোগ পেতেই ‘সুপারম্যান’ হয়ে আবারো জ্বলে উঠলেন ঋদ্ধিমান সাহা! একযোগে দিলেন অনেক বঞ্চনার জবাব

সুযোগ পেতেই ‘সুপারম্যান’ হয়ে আবারো জ্বলে উঠলেন ঋদ্ধিমান সাহা! একযোগে দিলেন অনেক বঞ্চনার জবাব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএলে দলগুলির পারফরম্যান্স নিয়ে যখনই ভাবা যায় হিসেব করে এগোনো যাবে, তখনই হঠাৎ সকলকে চমকে দিতে একেকবার একেক দলকে জ্বলে উঠতে দেখা যাচ্ছে। এতদিন দিল্লি প্লে অফের সর্বোচ্চ কাছাকাছি থাকায় মনে করা হয়েছিল দিল্লি বুঝি সর্বপ্রথম প্লে আছে পৌছবে। তবে সেক্ষেত্রে দিল্লিকে গত ম্যাচে ধাক্কা খেতে হয়েছে কেকেআরের কাছ থেকে। যেখানে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিনের কাম ব্যাক মোড় ঘুরিয়ে দিয়েছিল খেলার।

তবে গতকালের ম্যাচে কেকেআরের জায়গায় হায়দ্রাবাদের ঋদ্ধিমান সাহা প্লে-অফ থেকে আরও খানিকটা সরিয়ে দিলেন দিল্লিকে। যেখানে কালকের ম্যাচ জিততে পারলেই দিল্লির প্লে-অফে যাওয়া নিশ্চিত হয়ে যেত, সেখানে কিন্তু ঋদ্ধিমান সাহার দুর্দান্ত ব্যাটিংএ নিশ্চিত প্লে অফ কালকে অধরা রয়ে গেল দিল্লির কাছে। যদিও এদিন ডেভিড ওয়ার্নারের সঙ্গে ঋদ্ধির ব্যাট করতে নামা নিয়ে চোখ কুঁচকে ছিলেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ টুর্ণামেন্টে এটি ছিল তাঁর দ্বিতীয় খেলা। এর আগে একবার মিডল অর্ডারে ব্যাট করতে নেমেছিলেন তিনি। তবে এদিন তাঁর খেলার সাবলীলতা দেখে করো মনে হবার কথা নয় যে তিনি দ্বিতীয়বার খেলতে নেমেছেন। সেইসঙ্গে ছিল নিখুঁত টাইমিং। এবং বুদ্ধিমত্তার সঙ্গে খেলে ৪৫ বলে ৮৭ রান করে তিনি ম্যাচের সেরা হয়েছেন। সেই সঙ্গে কুড়ি ওভারের হায়দ্রাবাদ করেছে ২১৯ রান। দিল্লি যেখানে তাদের রান তাড়া করতে গিয়ে ১৩১ রানেই থেমেছে।

বস্তুত গতকালের ম্যাচে দিল্লি টস জেতার পর হায়দ্রাবাদই প্রথম ব্যাট করতে নামে। আর ৬ ওভারে ওয়ার্নার এবং ঋদ্ধি করে ফেলেন ৭৭ রান। প্রথমদিকে ছন্দে ফিরতে একটু সময় লাগলেও পরের দিকে তাদের দুরন্ত ব্যাটিংয়ে ২৫ বলে ৫০ রান এনে দেয় বঙ্গ তনয়ের ঝুলিতে। তবে অন্যদিকে অশ্বিনের বলে ৬৬ রানে আউট হন ওয়ার্নার। আর এর পরেই জ্বলে ওঠে ঋদ্ধিমান সাহার ব্যাট।

ওয়ার্নার আউট হওয়ার পর মনিশ পান্ডের সঙ্গে ঋদ্ধি হায়দ্রাবাদের খাতায় জুড়ে দেন ৬৩ রান। অন্যদিকে ব্যাট করতে নেমে সন্দ্বীপ শর্মার বলে আউট হয়ে যান শিখর ধাওয়ান। দেখা যায় ঋষভ পন্থই দলের মধ্যে এদিন সর্বোচ্চ ৩৬ রান করেন। যেখানে বাকিরা কেউই নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন নি। এদিন রশিদ খানকে ৩টি, সন্দীপ শর্মাকে ২টি এবং নটরাজনকে ২টি উইকেট নিতে দেখা যায়। তবে হায়দ্রাবাদকে খেলায় টিকিয়ে রাখার জন্য যে ঋদ্ধির অবদান শ্রেষ্ঠ ছিল, সেকথাই বলেছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!