এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিমকোর্টে পিছিয়ে গেলো রাজ্যের পুর নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, জানুন বিস্তারিত

সুপ্রিমকোর্টে পিছিয়ে গেলো রাজ্যের পুর নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের পুরসভাগুলির কার্যকালের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। কলকাতাসহ পশ্চিমবঙ্গের শতাধিক পুরসভার ভোট বকেয়া পড়ে আছে। ভোট করাবার দাবিতে সরব হয়ে উঠেছে বিভিন্ন বিরোধী শিবির। কিন্তু রাজ্যের করোনা সংক্রমনের কারণেই পুরভোটের ব্যবস্থা করা সম্ভবপর হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। ইতিপূর্বে কলকাতা পুরসভার মেয়াদ উত্তীর্ণ হলে, নতুন করে পুরভোট না করিয়ে পুরসভার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে গঠন করা হয়েছিল প্রশাসক মন্ডলী। এই ঘটনার পর প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল রাজ্য সরকার সময়মতো পুরভোট না করিয়ে নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে।

এরপর সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করা হয়েছিল যে, কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভাগুলিতে কবে নাগাদ নির্বাচন করানো সম্ভব হবে? প্রসঙ্গত বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছিল দ্রুত পুরভোট করাতে। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে যুক্তি দেয়া হয়েছিল যে, করোনা পরিস্থিতির মধ্যে বিহারে যদি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে পশ্চিমবঙ্গে পুরভোট অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাধা কোথায়?

গতকাল সোমবার, পুরনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্ট ডিসেম্বর মাস পর্যন্ত পিছিয়ে দিল। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন, ” এ বিষয়ে বাকিদের কোনও বক্তব্য থাকলে তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। ৮ ডিসেম্বর ফের শুনানি হবে। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল এই মামলার শুনানি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ দানের পর কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানালেন, ” যতদূর শুনেছি সুপ্রিম কোর্ট বলেছে, ডিসেম্বর মাসে এই ব্যাপারে ফের শুনানি হবে। ততদিন যেমন চলছে তেমনই চলবে। পরিস্থিতি বুঝে সেই সময় সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর সঙ্গে সঙ্গেই তিনি আরও জানালেন যে, পুরভোটের জন্য তাঁরা সমস্ত রকম ভাবে প্রস্তুত আছেন। তবে তাঁর দাবি, হাইকোর্ট এসময় ভোট চায় না, চায় না সুপ্রিম কোর্টও। শুধু বিজেপি এই পরিস্থিতির মধ্যেও ভোটের দাবি জানিয়েছে। তাঁর যুক্তি, রাজ্যের করোনা পরিস্থিতির যখন উন্নতি হবে তখনই ভোট গ্রহণ হবে। জনগণের সমস্যা তৈরি, করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে ভোট গ্রহণে তাঁর সম্মতি নেই।

অন্যদিকে সুপ্রিমকোর্টে গতকাল রাজ্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্যান্য পুরসভার ভোটের বিষয়ে দুর্গাপূজা ও দীপাবলীর পর সিদ্ধান্ত চলেছে রাজ্য নির্বাচন কমিশন। উৎসবের পর রাজ্যের করোনা পরিস্থিতির যথাযথ বিচার করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পক্ষপাতী তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!