এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার এলাকার মানুষের বাজার করে দেবেন যুব তৃণমূল কর্মীরা? বড়সড় নির্দেশিকা অভিষেক ব্যানার্জির

এবার এলাকার মানুষের বাজার করে দেবেন যুব তৃণমূল কর্মীরা? বড়সড় নির্দেশিকা অভিষেক ব্যানার্জির


এবার এলাকার মানুষের বাজার করে দেবেন যুব তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে এমনই বড়সড় নির্দেশ দিলেন অভিষেক ব্যানার্জি। করোনা ও আমফান নিয়ে রাজ্যজুড়ে বেহাল অবস্থা। আর এই দুইয়ের আঘাতে বিপর্যস্থ সাধারণ মানুষ , বন্ধ স্বাভাবিক পরিষেবাও। আর তাই করোনা এবং আমপান ঘিরে রাজ্য জুড়ে যে সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একেবারে তৃণমূল স্তরে গিয়ে কাজ করার নির্দেশ দিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার রাজ্য থেকে নীচের স্তর পর্যন্ত প্রায় ১২০০ যুব পদাধিকারীর সঙ্গে ভিডিয়ো কল করে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিনের বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীও ছিলেন।তবে কর্মীদের উদ্দেশ্যে এদিনের বেশিরভাগ নির্দেশ আসে যুব সভাপতির তরফ থেকেই। তিনি যুব কর্মীদের বলেন, ‘‘এলাকায় মানুষের সঙ্গে থেকে প্রয়োজনে তাঁদের বাজার করে দিতে হবে।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই তিনি বলেন, ‘‘প্রতিটি বুথে অন্তত ১০টি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যুব সংগঠনকে। ওই পরিবারগুলির দৈনন্দিন প্রয়োজনে সাধ্যমতো পাশে দাঁড়াতে হবে। কার ওষুধ বা চিকিৎসা প্রয়োজন, সে সবও খোঁজ করে আপনারা সাহায্য পৌঁছে দেবেন।’’

স্বাভাবিকভাবেই কাজ বাড়লো যুব তৃণমূল কর্মীদের। যদিও করোনা পরিস্থিতে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। করোনা থেকে বাঁচার একমাত্র উপায় বলা হচ্ছে বাড়ি থেকে বের না হওয়া কিন্তু দরকারে মানুষকে বের হতেই হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। এই নিয়েও সোশ্যাল মিডিয়ায় বার বার দাবি উঠছে নেতা নেত্রীরা ভোট চাইতে আসেন,এত কাজ করবো তাতো কাজ করবো এই বলে যদি তাই হয় তব এটা মোক্ষম সময়, সব দলের কর্মীরাই এবার রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়াক। প্রয়োজনীয় সব জিনিসপত্র মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিক , আর এবার সেই দাবি মেনে নিয়েই যুব কর্মীদের নির্দেশ দিলেন যুব সভাপতি। এখন তা কতটা বাস্তবায়িত হয় সেই দিকে তাকিয়ে সংশ্লিষ্টমহল থেকে জনগণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!