এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > কংগ্রেসের পর এবার কাকে টার্গেট করছেন শুভেন্দু জানালেন নিজেই

কংগ্রেসের পর এবার কাকে টার্গেট করছেন শুভেন্দু জানালেন নিজেই

জেলার একটি দলীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে এদিন নিজের ঢাক নিজেই পেটালেন রাজ্যের মন্ত্রী। বুধবার মালদহে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় সভা অনুষ্ঠিত হল। সেই সভায় দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে তিনি বললেন নিজের একক প্রচেষ্টায় মুর্শিদাবাদে কংগ্রেস দলে ভাঙন ধরিয়েছেন।

অধীর চৌধুরীর সাম্রাজ্যে এখন কংগ্রেস দলের এমন হাল যে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। এবার শুভেন্দুর বাবুর লক্ষ্য বিজেপির দূর্গে ফাটল ধরানো। এই প্রসঙ্গে তিনি বললেন, ” পঞ্চায়েত নির্বাচনে কিছু আসনে বিজেপি জয়ের মুখে দেখেছে। কিন্তু তা ভেবে সুখে নিদ্রা যাওয়ার কিছু নেই। বিজেপি ওই জয় ধরে রাখতে পারবে না। অচিরেই তা বুঝতে পারবে বিজেপি। একে একে সব তৃণমূলে চলে আসবে। বিজেপির ভাঁড়ার শূন্য হয়ে যাবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

যদিও মুর্শিদাবাদের সাফল্যের পরে পরবহন মন্ত্রীর লক্ষ্য এখন মালদহ জেলা। বিজেপিকে কার্যত হুঁশিয়ারী দিয়েই তিনি বললেন , ” মালদহে বিজেপি কিছু আসনে জিতেছে। কিন্তু তারা একটাও গ্রাম পঞ্চায়েত দখল করতে পারবে না। বিজেপির সদস্যরা সবাই তৃণমূলে যোগ দেবে। বিজেপির যত বড় নেতাই রাজ্যে আসুন না কেন ২০১৯-এ রক্ষা নেই। ৪২-এ ৪২ করে আমরা দেখিয়ে দেব। আর মোদীকে সরিয়ে দিদিই বসবেন দিল্লির কুর্সিতে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!