এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি ‘বেস্ট বেঙ্গলের ওয়র্স্ট প্রোডাক্ট’- কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের

বিজেপি ‘বেস্ট বেঙ্গলের ওয়র্স্ট প্রোডাক্ট’- কটাক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যের


হামলা-পাল্টা হামলার অভিযোগ দুই পক্ষেরই। কর্মী-সমর্থকদের উপর হামলায় উত্তপ্ত ময়নাগুড়িসহ জলপাইগুড়ি। ঘটনার শুরু গত ৩০ ডিসেম্বর জলপাইগুড়িতে মুকুল রায়ের সভা ঘিরে । সভার আগেই তৃনমূল-বিজেপির সংঘর্ষে জখম হন দুই পক্ষের ১৪জন কর্মী-সমর্থক। এই ঘটনার প্রতিবাদে পাল্টা সভায় তৃনমূল। ময়নাগুড়ির জোড়পাকড়ির এই সভায় আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল বিজেপি। নাম না করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওরা এক একটা দুর্বৃত্ত। বেস্ট বেঙ্গলের ওয়র্স্ট প্রোডাক্ট। মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়নের জোয়ারে ভাসছে, তখন রাজনৈতিক স্বার্থে তাঁরা সেই উন্নয়নে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন। ওদের রাজ্য থেকে বিতাড়িত করতে হবে। এদিন তিনি আসন্ন ভোটে শাসকদলের জয় নিশ্চিত বলেও দাবি করেন ।
পাশাপাশি উপস্থিত ছিলেন সংসদ মানস ভূঁইঞা। তিনি এদিন বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে ওদের পায়ের তলায় মাটি থাকবেনা ।বাইরে থেকে ভাড়াটে গুন্ডা এনে ওরা জলপাইগুড়িতে গোলমাল পাকানোর চেষ্টা করছে। আমাদের কর্মীদের উপর হামলা বরদাস্ত করবো না। কর্মীরা রুখে দাঁড়াবেন। উন্নয়নের মাধ্যমে জবাব দেব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!