এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভরসা ‘সুইজ্যারল্যান্ড মডেল’ – পরের মাসেই স্কুল খোলা নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র?

ভরসা ‘সুইজ্যারল্যান্ড মডেল’ – পরের মাসেই স্কুল খোলা নিয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস ভারতবর্ষে প্রবেশ করার সাথে সাথেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। লকডাউন হওয়ার কারণে বিগত মার্চ মাস থেকে স্কুল-কলেজ সমস্ত কিছু বন্ধ হয়েছিল। এমনকি উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কিছুটা কোপ পড়েছিল। শিক্ষার্থী থেকে অভিভাবক সকলের মাথায় ছিল প্রবল চিন্তা। এভাবে যদি চলতে থাকে, তাহলে কিভাবে ভবিষ্যতে পঠন-পাঠন চলবে, তা নিয়ে নানা মহলে আশঙ্কা তৈরি হতে শুরু করে।

তবে করোনা ভাইরাস কিছুটা আয়ত্তে আসার পর যখন ভ্যাকসিন বেরোবে বলে বিভিন্ন মহলের তরফে শোনা যাচ্ছে, ঠিক তখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে নয়া ভাবনার কথা ভাবতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, এবার সুইজারল্যান্ড মডেলকে পাখির চোখ করেই সেপ্টেম্বর থেকে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে চাইছে কেন্দ্র। কিন্তু এই সুইজারল্যান্ড মডেল কি? প্রসঙ্গত, মহামারীর আবহের কারণে “আমেরিকান স্কুল ইন সুইজারল্যান্ডের” ক্যাম্পাসে ঘরবন্দি পড়ুয়াদের নিয়ে রীতিমতো সকলকে তাক লাগিয়ে দিয়েছিল সুইজারল্যান্ড।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই মডেলকে কাজে লাগিয়েই ভারত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাইছে। কিছু যদি এবার স্কুল খুলতে শুরু করে তাহলে কিভাবে ক্লাস নেওয়া হবে? কেননা এখনও পর্যন্ত করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়নি। ফলে সামাজিক দূরত্ব সহ মাস্ক, স্যানিটাইজার নিয়েই যে সকলকে স্কুলে যেতে হবে, সেই বিষয়টি পরিষ্কার। তবে এছাড়াও বেশ কিছু নিয়ম পালন করে ক্লাস পরিচালনার কথা ভাবছে সরকার। জানা গেছে, ক্লাস শুরুর প্রাথমিক পর্যায়ে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কথা ভাবা হয়েছে। যেখানে এক একটি ক্লাসের প্রতিটি সেক্টরে ভাগ করে একদিন বাদে একেকটি বিভাগের ক্লাস নেওয়া হবে।

জানা গেছে, সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত প্রথম ধাপ এবং দুপুর 12 টা থেকে তিনটে পর্যন্ত দ্বিতীয় ধাপের ক্লাস হবে। আর এর মাঝে যে সময় থাকবে, তখন গোটা স্কুল স্যানিটাইজ করা হবে। স্বাভাবিকভাবেই এই পদ্ধতিতে যদি সাফল্য আসে, তাহলে পরবর্তীকালে নবম শ্রেণির ক্লাস চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেহেতু শিশুদের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে করোনা ভাইরাস নিয়ে, তাই এখনই ক্লাস 1 থেকে 5 চালু করতে চাইছে না কেন্দ্রীয় সরকার।

স্বভাবতই গত মার্চ মাস থেকে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, যখন ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে তাদের অভিভাবকরা সংকটে রয়েছে, ঠিক তখনই সেপ্টেম্বর থেকে স্কুল খোলার ব্যাপারে একাধিক নিয়ম পালন করে কেন্দ্র যে কথা ভাবছে, তাতে গুঞ্জন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তবে শুধু কেন্দ্র নয়, রাজ্যের পক্ষ থেকেও এই ব্যপারে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তবে শেষ পর্যন্ত বিদ্যালয়গুলো সেপ্টেম্বর মাসেই পাকাপাকিভাবে খুলতে শুরু করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!