এখন পড়ছেন
হোম > রাজ্য > জামিন পেলেন তাপস পাল

জামিন পেলেন তাপস পাল

অবশেষে রোজভ্যালি-কান্ডে জামিন পেলেন তাপস পাল। আজ কটক আদালতে এই মামলার শুনানি হয় এবং কটক আদালত এক কোটি টাকার ব্যক্তিগত বন্ড এবংএকাধিক শর্ত  দিয়ে  তাপস পালের জামিন মঞ্জুর করে।জানা গেছে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে জামিন দেওয়া হয়েছে।
তাপস পাল বর্তমানে ওড়িশার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন । জানা গেছে আজই আদালত থেকে জামিনের কাগজপত্র জেলে পৌঁছবে। আর তারপর জেল কর্তৃপক্ষ তাদের কাগজপত্র হাসপাতালে পাঠানোর পর ছাড়া পাবেন তিনি।সম্ভবত আজকেই কলকাতায় পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!