এখন পড়ছেন
হোম > অন্যান্য > তৃতীয় টেস্টের আগে ভারত, অস্ট্রেলিয়া দুই দলেই গুরুত্বপূর্ন পরিবর্তন। জানুন বিস্তারিত

তৃতীয় টেস্টের আগে ভারত, অস্ট্রেলিয়া দুই দলেই গুরুত্বপূর্ন পরিবর্তন। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে কোহলিবিহীন ভারতীয় দল। রাহানের দুর্দান্ত ব্যাটিং এবং তার অধিনায়কত্বের ওপর ভিত্তি করে ভারত সিরিজের সমতা ফিরিয়েছে। উত্তেজনার পারদ চড়ছে তৃতীয় টেস্টের আগে। এরইমধ্যে দুই দলে বেশ কিছু উল্লেশযোগ্য পরিবর্তন হয়েছে তৃতীয় টেস্টের আগে।

এর মধ্যে অন্যতম রোহিত শর্মার ভারতীয় দলে যোগদান। ১৪ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে অবশেষে ভারতীয় দলে যোগ দিলেন রোহিত শর্মা। বিসিসিআই সূত্রে টুইটের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এই কথা জানানো হয়। ইতিমধ্যেই সুনীল গাভাস্কার জানিয়েছিলেন, তিনি তৃতীয় টেস্টে রোহিতকে ওপেনার হিসেবে দেখতে চান মায়াঙ্খর সঙ্গে।

তবে দলে যোগ দিলেও রোহিত তৃতীয় টেস্টের প্রথম একাদশে থাকবে কিনা, সেই ব্যাপারে সন্দেহ আছে। মঙ্গলবার ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী জানান, রোহিত দীর্ঘ বেশ কিছুদিন কোয়ারেন্টিনে কাটিয়েছেন। এর ফলে তাঁর শারীরিক সক্ষমতার দিকটাও পর্যালোচনা করে দেখা হবে। ফিট সার্টিফিকেট পেলে তবেই রোহিত খেলবেন প্রথম একাদশে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, আঘাতের কারণে সম্ভাব্য প্রথম একাদশ থেকে বাদ পড়তে চলেছেন উমেশ যাদব। দ্বিতীয় টেস্টের, তৃতীয় দিনে বল করতে গিয়ে পায়ের পেশীতে চোট পান উমেশ। উমেশের বদলে দলে খেলার সম্ভাবনা রয়েছে নারারাজানের।

অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে প্রত্যাবর্তন ঘটলো ডেভিড ওয়ার্নার এর। এরই সঙ্গে দলে যোগ দিচ্ছেন উইল পুকাবস্কি এবং তৃতীয় টেস্টের আগে দল থেকে বাদ পড়লেন জো বার্নস। ওয়ার্নার এবং পুকাবস্কি দুজনেই আহত হয়ে মাঠের বাইরে চলে যান। এখন সিরিজের তৃতীয় টেস্টের আগে, চোট সরিয়ে তারা আবার দলে যোগ দিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!