এখন পড়ছেন
হোম > রাজনীতি > টেট দুর্নীতির মামলায় উধাও অভিযুক্ত রঞ্জন ! সিবিআই যেতেই মুখে কুলুপ পরিবারের ! জল্পনা তুঙ্গে ! !

টেট দুর্নীতির মামলায় উধাও অভিযুক্ত রঞ্জন ! সিবিআই যেতেই মুখে কুলুপ পরিবারের ! জল্পনা তুঙ্গে ! !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি এসএসসি মামলার পরেই এবার প্রাইমারি টেট দুর্নীতি  মামলাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে রাজ্য। আর এর মধ্যে এবার টেট দুর্নীতির মামলায় নাম জোরালো বাগদার রঞ্জন ওরফে চন্দন মন্ডলের নাম , যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট থেকে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। অভিযুক্ত বাগদার রঞ্জন ওরফে চন্দন মন্ডল প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকের চাকরি করতেন বলে এমনটাই অভিযোগ উঠেছে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে।

জানা যাচ্ছে যে প্রাথমিকের জন্য তিনি 10 লক্ষ এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা করে নিতেন । আর এই প্রসঙ্গে স্থানীয় সূত্র থেকে জানা যায় যে বাগদায় অভিযুক্ত চন্দন মন্ডলের বাড়িতে অনেকের আনাগোনা ছিল । এদিন বাগদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী তিনি জানান ‘আমরা জানি অনেক লোকের যাতায়াত ছিল চন্দনের বাড়িতে অনেকে চাকরি পেয়েছেন শুনেছি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হতো কিন্তু চাকরি দেন কিনা সে বিষয়ে আমার জানা নেই ।’

আর এমন অভিযোগ উঠে আসতেই হাইকোর্টের নির্দেশে পরের  এদিন চন্দনের বাড়িতে  তদন্তের জন্য সিবিআই আধিকারিকরা গেলে তার সন্ধ্যান পাননি তদন্তকারী অফিসাররা ,পরিবারের সদস্যরা জানান যে চন্দন বাড়িতে নেই কোথায় আছেন তাঁরা জানেন না ।  সবমিলিয়ে ক্রমশ ঘনীভূত হয়েছে রঞ্জন এর রহস্য তবে এখন দেখার বিষয় সিবিআই নজর এড়িয়ে যাওয়ায় আগামীতে এই মামলার  আসল রহস্য কতদিনের মধ্যে উদঘাটন হয় সে দিকেই নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!