এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার থানায় অভিযোগ জানানোর আর্জি খোদ মুখ্যমন্ত্রীর, দলের নেতাদের ওপর কি ভরসা নেই, উঠছে প্রশ্ন!

এবার থানায় অভিযোগ জানানোর আর্জি খোদ মুখ্যমন্ত্রীর, দলের নেতাদের ওপর কি ভরসা নেই, উঠছে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বারবার মৌখিকভাবে সতর্ক করা, ভিডিও কনফারেন্সে সকলকে বলে দেওয়া সত্ত্বেও দুর্যোগের সময় ত্রাণ দেওয়া নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে বারেবারে দুর্নীতির অভিযোগ উঠেছে। যার জেরে যেমন অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে, ঠিক তেমনই অস্বস্তিতে পড়েছে দল তৃণমূল কংগ্রেস। যেহেতু দল এবং সরকারের মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকেই সকলে মেনে চলেন, তাই স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির আভাস পেয়ে কিছুদিন আগেই দলের নেতাকর্মীদের সতর্ক করে দেন। তারপরেও বিরোধীদের মুখে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির সুর লেগেই ছিল। যার ফলে ক্রমশ অস্বস্তি বেড়েছিল ঘাসফুল শিবিরের।

এদিকে পরিস্থিতি সামাল দিতে যে সত্যিই অসুবিধে হচ্ছে, এবার তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে পরোক্ষে বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “দুর্যোগ মোকাবিলা আমরা তাড়াতাড়ি করতে পেরেছি। সবটা পারিনি হয়ত‌। কিন্তু 90% পেরেছি। একটা কথা আপনাদের মাধ্যমে প্রত্যেক মানুষকে বলি, যারা টাকা পাচ্ছেন, ব্যাংকের অ্যাকাউন্ট এই সরাসরি টাকাটা নির্দিষ্ট পদ্ধতিতে দেওয়া হচ্ছে। এই টাকা পেতে কারোর কাছে যাওয়ার দরকার নেই। এটার জন্য কাউকে একটা পয়সা দিয়ে কারও কাছ থেকে ফরম কিনতে হবে না। কারো কাছ থেকে সাহায্য চাইতে হবে না। এটা প্রশাসন করে দেবে। যদি দেখেন, কোনো মানুষ বঞ্চিত হয়েছেন, তারা সরাসরি স্থানীয় থানায় একটা চিঠি দেবেন। পুলিশকে নির্দেশ দেওয়া আছে, তেমন কোনো চিঠি পেলে তারা আমার কাছে পাঠাবে। কারও কোন অভিযোগ থাকলে স্থানীয় থানায় অভিযোগ জানান।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকেই কার্যত স্পষ্ট হয়ে গেল যে, তিনি আর ত্রাণ দেওয়ার ক্ষেত্রে দলের কোনো নেতাকর্মীর ওপর ভরসা রাখতে পারছেন না।রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, একটা জিনিস পরিষ্কার যে, ভয়াবহ দূর্যোগ ও ত্রান দেওয়া নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টাকে হাতিয়ার করে বিরোধীরা ইতিমধ্যেই পথে নেমেছে। যার জেরে অস্বস্তি বাড়ছে শাসকদলের।

আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পেরেছেন যে, সত্যিই হয়ত বা দুর্নীতি বাসা বেধেছে। আর তাই মানুষের মনে স্বচ্ছভাবে সরকারের সাহায্য পৌঁছে দিতে চাইলে থানার দ্বারস্থ হন বলে জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলায় তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা যে দুর্নীতির অভিযোগ এতদিন তুলতে শুরু করেছিল, তা অনেকটাই সত্য হিসেবে উপস্থাপিত হল বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!