এখন পড়ছেন
হোম > জাতীয় > পিকের চাপ বাড়িয়ে শাসকদল সামনে আনল আর এক ভোটগুরুকে! বিধানসভার আগে জমজমাট রাজ্য-রাজনীতি!

পিকের চাপ বাড়িয়ে শাসকদল সামনে আনল আর এক ভোটগুরুকে! বিধানসভার আগে জমজমাট রাজ্য-রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে নিজেদের ক্ষমতা বাঁচাতে তার বুদ্ধি ধার করেছে। বর্তমানে দেশের প্রায় বেশ কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক রণনীতিকার তিনি। এক্ষেত্রে তার বিকল্প এতদিন প্রায় ছিল না বললেই চলে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যার কথা এখানে আলোচনা হচ্ছে, তিনি প্রশান্ত কিশোর।

কিন্তু এবার তার জগতে তারই প্রতিযোগী চলে এল। একটা সময় তারা দুজনেই সহকর্মী ছিলেন। আর এবার প্রশান্ত কিশোরের অস্বস্তি বাড়িয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে শাসক দলের হয়ে ভোট কৌশলীর দায়িত্ব নিতে চলেছেন বিশিষ্ট রননীতিকার সুনীল কানুগলু।

জানা গেছে, তামিলনাড়ুর বর্তমান শাসকদল এআইডিএমকের কৌশলীদের দায়িত্ব নিয়েছেন তিনি। অর্থাৎ আগামী 2021 সালের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী পলানিসামির নেতৃত্বাধীন এআইডিএমকে আবার ক্ষমতায় আনাই প্রধান লক্ষ্য সুনীল কানুগলুর কাছে। কিন্তু কে এই বিশিষ্ট নির্বাচনী রণনীতিকার? জানা গেছে, কর্নাটকের বাসিন্দা সুনীল কানুগলু চেন্নাইয়ে বড় হয়ে উঠেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে ইউএসএ থেকে পড়াশুনা করে একটি বিশ্ব পরিচালন পরামর্শক সংস্থা ম্যাককিনসেতে চাকরি করতেন। আর কিছুদিন পর ভারতে ফিরে আসেন তিনি। আর ভারতে ফিরে আসার সাথে সাথেই গুজরাটের রাজনৈতিক কৌশল নিরূপনের কাজে যোগদেন সুনীল কানুগলু। গত 2019 সালের লোকসভা নির্বাচনে ডিএমকের রণকৌশলের কাজ করেছেন তিনি। আর

এবার ডিএমকের প্রবল বিরোধী বর্তমানে তামিলনাড়ুর শাসক দলকে 2021 সালের বিধানসভা নির্বাচনে জেতাতে তাদের দায়িত্ব নিলেন এই হেভিওয়েট। আর আশ্চর্যজনক বিষয়, একসময় ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক রননীতিকার প্রশান্ত কিশোর এবং এই সুনীল কানুগলু একসাথেই কাজ করতেন। কিন্তু এবার তারাই ভিন্ন ভিন্ন ভাবে কাজ শুরু করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ভোট বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে প্রশান্ত কিশোর একমাত্র বিকল্প ছিল। কিন্তু এবার সেই প্রশান্ত কিশোরের অস্বস্তি বাড়িয়ে যেভাবে তার এককালে সহকর্মী সুনীল কানুগলু তামিলনাডুর শাসক দলকে ক্ষমতায় ফেরাতে দায়িত্ব নিলেন, তাতে প্রশান্ত কিশোরের চাপ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দুই হেভিওয়েট সহকর্মী কে কাকে টেক্কা দেন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!