এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃনমূলের চিন্তা বাড়িয়ে পুরমন্ত্রীর বৈঠকে গরহাজির হেভিওয়েট বিধায়ক! মানভঞ্জনের চেষ্টায় দল

তৃনমূলের চিন্তা বাড়িয়ে পুরমন্ত্রীর বৈঠকে গরহাজির হেভিওয়েট বিধায়ক! মানভঞ্জনের চেষ্টায় দল

জেলা পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পরই শুক্রবার প্রথম আসানসোলে আসেন তৃণমূল নেতা তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আর তৃনমূলের শীর্ষ নেতা হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা দলের ঐক্য ফেরাতে আসানসোলে বৈঠক করলেও সেখানেই আইএনটিটিইউসি নেতা বিশ্বনাথ পারিয়ালের অনুপস্থিতি এবার তীব্র গুঞ্জনের সৃষ্টি করল।

সূত্রের খবর, বুথ থেকে সংগঠন চাঙ্গা করতে শুক্রবার রাতে দুর্গাপুরের এডিডিএর কনফারেন্স রুমে পৌরসভার কাউন্সিলর সহ দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

তবে আশ্চর্যজনকভাবে পুরমন্ত্রীর ডাকা এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়নি জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল এবং পৌরসভার মেয়র পারিষদ রুমা পাড়িয়ালকে। শুধু তাই নয়, পারিবারিক কাজের জন্য এদিনের বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা যায় দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকেও। আর এই ঘটনা নিয়েই এবার তৈরি হয়েছে গুঞ্জন। কেন তৃণমূলের শীর্ষনেতা আসলেও জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি, মেয়র পারিষদ ও এক পৌরসভার মেয়র সেখানে অনুপস্থিত থাকলেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, গত 2016 সালের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পশ্চিম এবং পূর্ব বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের হাতছাড়া হয়ে যাওয়ার পরই শ্রমিক সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হয়। গত বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দুর্গাপুরের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূলে যোগ দিলে তাকেই জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি করে শাসকদল।

তবে অন্য দল থেকে আসা এই নেতাকে এভাবে শ্রমিক সংগঠনের শীর্ষ পদে বসিয়ে দেওয়ায় তৃণমূলের অনেক শ্রমিক সংগঠনের কার্যকর্তারাই তা মেনে নিতে পারেনি, আর এর ফলেই শুরু হতে থাকে গোষ্ঠীদ্বন্দ্ব। জানা যায়, অতীতে সভাপতি থাকা প্রভাত চট্টোপাধ্যায় গোষ্ঠীর সঙ্গে বিশ্বনাথ পাড়িয়াল গোষ্ঠীর মাঝেমধ্যেই দ্বন্দ্ব বাঁধে। আর এবার পুরমন্ত্রীর বৈঠকে সেই বিস্বনাথ পাড়িয়ালের অনুপস্থিতি তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে দিল।

সূত্রের খবর, দুই নেতার মধ্যে দ্বন্দ্ব কমিয়ে যাতে ঐক্য আনা যায়, তার জন্য ইতিমধ্যেই সেই প্রভাত চট্টোপাধ্যায় এবং বিশ্বনাথ পাড়িয়ালকে কলকাতায় ডেকে পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “শ্রমিক সংগঠনকে চাঙ্গা করতে বিশ্বনাথ পারিয়াল, প্রভাত চট্টোপাধ্যায় সহ জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কলকাতায় একটা বৈঠক করব। আগেরবার কেন আমরা এই আসনগুলো পাইনি, সেটাও পর্যালোচনা করে দেখা হবে।” তবে পুরমন্ত্রী দুই নেতার মধ্যে দ্বন্দ্ব মেটানোর বার্তা দিলেও তা আদৌ কতটা কার্যকরী হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!