তৃণমূল গোষ্ঠীকোন্দলের প্রভাব এবার সরস্বতী পুজোতেও রাজ্য January 23, 2018 তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সরস্বতী পূজা আলাদা ভাবে করার ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার বিদ্যানগর কলেজে।বিষ্ণুপুর থানার অন্তর্গত এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কোন্দলের জেরে গত ৩ বছর ধরেই আলাদা ভাবে পুজো হচ্ছে বলে জানাই ছাত্র পরিষদের সদস্যরা। সূত্রের খবর,তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যদের অন্তর কোন্দলের জন্যই কলেজের একটি পুজোর বিভাজন করে দুটি রূপ দেওয়া হয়েছে।যার মধ্যে একটির আয়োজন কলেজের মধ্যেই হয় এবং অন্যটির কলেজের গেটের বাইরে।এক ছাত্র পরিষদের সদস্য জানায়, “কলেজের ছাত্র সংসদের নির্বাচনের টিকিট বণ্টনে বিধায়ক সোনালি গুহ গোষ্ঠীর ছাত্ররা অগ্রাধিকার পায়। অন্যদিকে তৃণমূল নেতা রমজান শেখ গোষ্ঠীর লোকজন টিকিটই পায় না। তার জেরেই দুই গোষ্ঠী আলাদাভাবে সরস্বতী পুজো করে আসছে।” উল্টোদিকে বিষয়টিকে নাকচ করে ওই কলেজের অধ্যক্ষ জানিয়েছেন,কলেজের ভিতরের পুজো ছাড়া বাকি বাইরের কোনো পুজোর ব্যাপারে তিনি জানেন না। আপনার মতামত জানান -