এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের দুই জয়ী প্রার্থীর চূড়ান্ত নাটক, পাত্তা না দিয়েই দিল্লির পথে রাজ্যপাল!

তৃণমূলের দুই জয়ী প্রার্থীর চূড়ান্ত নাটক, পাত্তা না দিয়েই দিল্লির পথে রাজ্যপাল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ বিধানসভায় চূড়ান্ত নাটক অনুষ্ঠিত হচ্ছে। যেখানে রাজভবনের পক্ষ থেকে বারবার করে বলা হয়েছিল যে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনকে রাজভবনে এসে শপথ নিতে হবে, সেখানে নিজেদের ইগোর জন্য রাজ্যপালকে বিধানসভায় আসতে বলে বিধানসভার সিঁড়িতে ধর্না দিচ্ছেন তৃণমূলের দুই প্রার্থী। তবে তারা যতই রাজ্যপাল আসবে বলে নাটক করুন না কেন বা রাজ্যপালকে চাপে রাখার চেষ্টা করুন না কেন, তাকে কার্যত পাত্তাই দিলেন না স্বয়ং রাজ্যপাল। যখন তৃণমূলের দুই জয়ী রাজভবনে না গিয়ে বিধানসভার সিড়িতে বসে রয়েছেন, তখন দিল্লি উড়ে গেলেন সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত, রাজ্যপাল না আসার কারণে এদিন তার প্রতিবাদ জানিয়ে বিধানসভার সিঁড়িতে বসে পড়েন দুই জন তৃণমূল প্রার্থী। বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা বলে তারা এমন ব্লু প্রিন্ট এবং নাটকের রঙ্গমঞ্চ তৈরি করেন বলে অভিযোগ বিরোধীদের। এমনকি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের বিরোধিতা করতে শুরু করেন। আর এই পরিস্থিতিতে তৃণমূল যতই তাদের দুই ব্যক্তিকে দিয়ে নাটক করান না কেন, তাকে কার্যত পাত্তাই দিলেন না রাজ্যের সাংবিধানিক প্রধান।

রাজভবনে গিয়েই যে শপথ নিতে হবে, তিনি যে বিধানসভায় যাবেন না, তা স্পষ্ট করে দিলেন সিভি আনন্দ বোস। আজ বিমানবন্দরে গিয়ে দিল্লি উড়ে গেলেন তিনি। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে যে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন যদি ইগো ধরে বসে থাকেন এবং রাজ্যপাল আসবে বলে আশা করেন, তাহলে তাদেরকে চিরকাল হয়ত এভাবেই বিধানসভার সিঁড়িতেই বসে থাকতে হতে পারে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!