এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতার কথায় চলবে পুলিশ? প্রকাশ্যে হুঁশিয়ারি নেত্রীর! ‘দলতন্ত্র’ বলছে বিজেপি!

তৃণমূল নেতার কথায় চলবে পুলিশ? প্রকাশ্যে হুঁশিয়ারি নেত্রীর! ‘দলতন্ত্র’ বলছে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, এই অভিযোগ নতুন কিছু নয়। বারবার এই অভিযোগ তুলে সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তবে এবার বিজেপির সেই অভিযোগ যে সত্যি, তা প্রকাশ্যেই প্রমাণ দিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা সৌমেন মহাপাত্রের সহধর্মীনি তথা তৃণমূল কাউন্সিলর সুমনা মহাপাত্র। যেখানে দলীয় মঞ্চ থেকে প্রকাশ্যে পাঁশকুড়া থানার আইসিকে তৃনমূলের কথা মতই চলতে হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য নিয়ে এখন খোঁচা দিতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। এতদিন তারা যে অভিযোগ তুলেছে, মন্ত্রী পত্নীর বক্তব্যের পর তা যে আরও স্পষ্ট হয়ে গেল, সেই ব্যাপারে সোচ্চার হয়েছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, সোমবার পাঁশকুড়া শহর তৃণমূল সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর সুমনা মহাপাত্র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ কর্মসূচি উপস্থিত হন। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রীর সৌমেন মহাপাত্র সহধর্মিনী বলেন, “এলাকায় শান্তি রক্ষার জন্য থানাকে রাখা হয়েছে। আপনারাও কিন্তু মা মাটি মানুষের সরকারের অধীনস্থ কর্মচারী। এটা ভুললে চলবে না। মানুষকে অকারণে ভয় দেখিয়ে, আপনারা তো মাসে মাসে টাকাটা পান। তা আপনাদের তো পরিষেবাটা দিতে হবে। না হলে কি করে হবে? শুধু পয়সা নেবো, ঘুষ নেবো, রাত্রিবেলা কোলাঘাটে ব্রিজের তলায় দাঁড়িয়ে লাইট মারব, এই সবগুলো করলে চলবে না। আমরা যদি ধরতে পারি, আমি কিন্তু দাঁড়িয়েই এর প্রতিবাদ করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই সমস্ত রকম বাঁধ ভেঙে সরাসরি পাঁশকুড়া থানার আইসিকে সতর্ক করে দেন মন্ত্রী পত্নী সুমনা মহাপাত্র। আইসিকে তৃণমূলের জেলা সভাপতির কথা মত চলতে হবে বলে জানিয়ে দেন তিনি। স্বভাবতই একজন কাউন্সিলর হয়ে একজন শাসক দলের নেত্রী হয়ে কেন তিনি পুলিশকে এইভাবে হুঁশিয়ারি দেবেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিজেপির পক্ষ থেকে গোটা বিষয়ে দলতন্ত্র যে প্রকাশ্যে, তা আরও একবার তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!