এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বড়োসড়ো দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের হুঁশিয়ারি আদালতের

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বড়োসড়ো দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের হুঁশিয়ারি আদালতের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – শিক্ষক নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ ইতিমধ্যেই উঠেছে, আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। এবার একাধিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ নিয়ে বড়সড় অভিযোগ উঠে এলো স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। এই দুর্নীতির প্রমাণ করতে সিবিআই তদন্তের হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশনের সচিবকে আদালতে তলব করা হয়েছে। নথি সহ আজই তাঁকে আদালতে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। আজই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে আদালত।

প্রসঙ্গত২০১৬ সালে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এরপর ২০১৯ সালের মে মাসে এই নিয়োগের প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু অভিযোগ উঠেছে মেয়াদ শেষ হয়ে যাবার পরও একাধিক ব্যক্তিকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এরকম পঁচিশটি নিয়োগের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়। গতকাল এই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিচারপতি অভিযোগ করেছেন, এই নিয়োগের সুপারিশে গন্ডগোল রয়েছে, যা তিনি মনে করছেন। স্কুল সার্ভিস কমিশন উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, যথেষ্ট হয়েছে কমিশনের আঞ্চলিক অফিসের ওপরে কমিশনের নিয়ন্ত্রণ যে নেই, তা বোঝাই যাচ্ছে। এই কমিশন কিভাবে চলতে পারে? প্রশ্ন করেছেন তিনি। এরপর কমিশনের আইনজীবী আদালতে জানান, যদি অনিয়ম হয়ে থাকে, তবে তারা তদন্ত করবেন। এর জন্য অনুসন্ধান কমিটি গঠন করা হবে।

তার উত্তরে বিচারপতি জানিয়েছেন, এই নিয়োগের তদন্ত সিবিআইকে দিয়ে করানো হতে পারে। তিনি জানিয়েছেন, যে অনুসন্ধান কমিটি গঠনের কথা বলা হচ্ছে, তা চোখে ধুলো দেওয়া ছাড়া আর কিছুই নয়। ২৫ জনকে নিয়োগের সুপারিশ সহ আদালতে কমিশনের সচিবকে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে। যার কাছ থেকে আদালত পুরো ঘটনা জানতে চাইবে। ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয়, তাহলে সিবিআইকে দিয়ে তদন্ত করানো হতে পারে।

এভাবে শিক্ষক নিয়োগের মত চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ নিয়েও বড়োসড়ো দুর্নীতির অভিযোগ উঠেছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। আজ এই মামলার শুনানি হাইকোর্টে। এ বিষয়ে আদালতে কি সিদ্ধান্ত গ্রহণ করে? সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!