এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের মুখে বড়সড় রাজনৈতিক সংঘর্ষ কোচবিহারে, অভিযোগ উঠেছে তৃণমূল ও বিজেপির দিকে

ভোটের মুখে বড়সড় রাজনৈতিক সংঘর্ষ কোচবিহারে, অভিযোগ উঠেছে তৃণমূল ও বিজেপির দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য জুড়ে বেড়ে চলেছে রাজনৈতিক সংঘাতের ঘটনা। ইতিমধ্যে রাজ্যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করার লক্ষ্যে কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু তাতেও সব জায়গায় যে পরিস্থিতি ঠিকঠাক আছে, তা কিন্তু বলা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার রাত্রে রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কোচবিহারের সিতাই। জানা গিয়েছে, তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। বৃহস্পতিবার রাত্রে কোচবিহাররের সিতাই বিধানসভার ভেটাগুড়ি এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে।

অভিযোগ ও পাল্টা অভিযোগে দুই দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, তীর-ধনুক নিয়ে হামলা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ফুটানি বাজার এলাকার দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার রাতে। বিজেপির অভিযোগ, তাঁদের বাইশ এবং তেইশ মন্ডল এলাকার সাধারণ সম্পাদক নয়ন বর্মনের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। আর এই হামলার পেছনে স্থানীয় তৃণমূল নেতাদের অভিযুক্ত করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূল আবার পাল্টা অভিযোগ জানিয়েছে, বিজেপি কর্মীরা স্থানীয় তৃণমূল দুই সমর্থকের বাড়িতে হামলা চালায়, তাঁদের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে বিজেপি দুষ্কৃতীরা। সেই হামলায় দুজন তৃণমূল সমর্থক আহত হয়েছেন বলে দাবি তৃণমূলের। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, আহত তৃণমূল সমর্থকদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি বিজেপি এলাকায় সন্ত্রাস করতে চাইছে বলেও অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফে। দুই তরফ থেকেই অভিযোগ উঠেছে তীর-ধনুক ও অস্ত্রশস্ত্রসহ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে এলাকাজুড়ে এই সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আতংকিত সাধারণ মানুষ। সংঘর্ষের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। তবে হামলার অভিযোগ পেলেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অন্যদিকে কোচবিহারের এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। পাশাপাশি ভোটের মুখে এরকম বারংবার রাজনৈতিক সংঘর্ষের খবর আসায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!