এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের মুখে ফের প্রাসঙ্গিক বুদ্ধদেব, আশীর্বাদ নিতে পৌঁছলেন বাম প্রার্থী!

ভোটের মুখে ফের প্রাসঙ্গিক বুদ্ধদেব, আশীর্বাদ নিতে পৌঁছলেন বাম প্রার্থী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে রয়েছেন। তাকে সেভাবে দেখাও যায় না। কিন্তু মাঝেমধ্যেই তার সহধর্মিনী খবর দেন, তিনি কেমন আছেন! সামনে ভোটযুদ্ধ। তাই তার আগে সিপিএমের গর্বের মানুষ বলে পরিচিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আশীর্বাদ নিতে তার বাড়িতে পৌঁছে গেলেন কলকাতা দক্ষিণের বাম প্রার্থী শায়রা শাহ হালিম।

সূত্রের খবর, আজ পাম অ্যাভিনিউয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যান কলকাতা দক্ষিণের বাম প্রার্থী। যেখানে বুদ্ধদেব বাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। পাশাপাশি তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয় এই বাম প্রার্থীর। অর্থাৎ অসুস্থ হলেও ক্যামেরার আড়ালে থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু লোকসভা ভোটের মুখে আবার প্রাসঙ্গিক হয়ে গেলেন বঙ্গ রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!