এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ১৬ই নভেম্বরই কি খুলছে ক্যাম্পাস ? জরুরী বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানরা !

১৬ই নভেম্বরই কি খুলছে ক্যাম্পাস ? জরুরী বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানরা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাইয়ের ঘোষণা মতো কোভিড বিধি মেনেই আগামী ১৬ই নভেম্বর রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ । দীর্ঘ কয়েকমাস পর ছাত্রছাত্রীরা ব্যাপপত্র নিয়ে স্কুল কলেজে যেতে চলেছে  ক্লাসের উদ্দেশ্যে । আর এই স্কুল কলেজে যাওয়ার জন্য মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে । সেই সাথে শুরু হয়েছে তার প্রস্তুতি পর্ব পড়ুয়াদের থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ উভয়ের । আরা এরই মধ্যে ক্যাম্পাস খুলতে প্রস্তুত হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ও । এই জন্য  আগামী ৯ নভেম্বর  বিশ্ববিদ্যালয় খোলার জন্য একটি বৈঠক ডেকেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগীয় প্রধানরা। কীভাবে ক্লাস শুরু করা যায়, কোভিড ঠেকাতে কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেসব নিয়েই হবে আলোচনা  । মূলত দশটি ক্যাম্পাস রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এত বড় ক্যাম্পাস খোলার পর পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে কোভিডবিধি সুনিশ্চিত করাই এখন কর্তৃপক্ষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিষয় হয়ে দাড়িঁছে । তবে সমস্ত সিদ্ধান্ত  চূড়ান্ত হবে ৯ তারিখের বৈঠকেই বলে মনে  করা হচ্ছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!