এখন পড়ছেন
হোম > অন্যান্য > লকডাউনে বাড়িতে বসেই ফ্রীল্যান্স কাজ করতে চান? বাড়তি উপার্জনে এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন

লকডাউনে বাড়িতে বসেই ফ্রীল্যান্স কাজ করতে চান? বাড়তি উপার্জনে এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন


করোনা আবহে আমরা প্রত্যেকেই এখন ঘর বন্দি। প্রতিটি ক্ষেত্রেই “ওয়ার্ক ফ্রম হোম”-এর ওপর জোর দেয়া হচ্ছে। যারা চাকুরীরত তারা না হয় বাড়িতে বসে কাজ করছেন কিন্তু যারা চাকরিপ্রার্থী তাদের ক্ষেত্রে বাড়িতে বসে ফ্রীল্যান্স কাজ করার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা থেকে যাচ্ছে। ফ্রীলান্স কাজ করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে।

অনেকেই হয়তো তাদের কাজে যথেষ্ট পারদর্শী কিন্তু শুধুমাত্র পারদর্শী হলেই এক্ষেত্রে হবে না রাখতে হবে নিপুন দক্ষতা। কিভাবে কোন কাজটা করলে কত তাড়াতাড়ি অর্থ উপার্জন করা যেতে পারে সেই বিষয়েও মাথা খাটিয়ে এগোতে হবে। ফ্রীলান্স কাজ করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখতে হবে সেগুলো দিকে আলোকপাত করা হলো –

সমগ্র বিষয়টি তালিকাবদ্ধ করা
প্রাথমিকভাবে যে কাজটি করতে ইচ্ছুক সেই বিষয়টি নথিভুক্ত করতে হবে। এরপর সেই কাজের চাহিদা অনুযায়ী নেট সার্ফিং করে প্রতিষ্ঠানগুলির নাম এবং ফোন নাম্বার অথবা ইমেইল আইডি তালিকাভুক্ত করতে হবে। এরপর অত্যন্ত নিপুন ভাষায় ওই ইমেইল আইডি গুলিতে নিজের দক্ষতা সম্পর্কে জানিয়ে কাজ করার আগ্রহের বিষয়গুলো পরিষ্কার করে লিখে মেইল করতে হবে। যে কোন প্রতিষ্ঠান থেকে পাল্টা কোন ফ্রিল্যান্সিংয়ের অফার আসে কিনা সে বিষয়ে সর্বক্ষণ নজর রাখতে হবে। বিভিন্ন জায়গায় মেল পাঠাতে থাকলে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অনেকটাই পথ প্রশস্ত হবে।

লিঙ্কডিন প্রিমিয়াম ব্যবহার
লিঙ্কডিন এমনই একটি প্লাটফর্ম যেখানে মেল এবং ফোন নাম্বারের মাধ্যমে নানা কর্মক্ষেত্রের সাথে যোগাযোগ সম্ভব হয়। এক্ষেত্রে নিজের দক্ষতা সম্পর্কিত ব্যক্তিগত তথ্য একসঙ্গে অনেক কর্মক্ষেত্রগুলিতে পাঠানো সম্ভব হয়। লিংকডইন প্ল্যাটফর্মটিতে ফ্রিল্যান্সিং-এর জন্য একাধিক পথ খোলা রয়েছে। পাঠানো ব্যক্তিগত তথ্যের প্রতুত্তর সবক্ষেত্রে না মিললেও কোন না কোন ফ্রিল্যান্সিং সংস্থা থেকে চাকরির অফার পাওয়া যেতেই পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্সপার্টাইট ডটকমের ব্যবহার
এক্সপার্টাইট ডটকমের মতো অনলাইন আরো অনেক সংস্থা রয়েছে যেগুলি জাতীয় বাজারে ট্রাভেল,এডুটেক ইত্যাদির মতো পরিষেবা দিয়ে থাকে। ক্ষেত্রে এই সমস্ত সংস্থাগুলির সাথে যোগাযোগ রাখতে হবে যাতে এই সমস্ত সংস্থা গুলি‌ থেকে সহজেই কোন না কোন প্রকারের পন্থা বেরিয়ে আসে।

অনলাইন পোর্টাল
ইনডিড ডট কম এর মতো অনলাইন পোর্টাল গুলিতে নিজের ব্যক্তিগত তথ্য অর্থাৎ বায়ো ডাটা দিয়ে রাখতে হবে। এই সমস্ত অনলাইন পোর্টাল গুলিতে প্রতিদিন প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং জবের অফার এসেই থাকে। কার্যত এই সমস্ত অনলাইন পোর্টালগুলোর ওপর সর্বদা নজর রাখতে হবে।

সোশ্যাল মিডিয়ায় নজর রাখা
বর্তমানে সোশ্যাল মিডিয়া গুলোতে ফ্রিল্যান্সিং কাজের একাধিক অফার পোস্ট করা হয়।সেগুলি দিকে নজর রাখলে কোনো না কোনো ক্ষেত্র থেকে ফ্রিল্যান্সিং-এর অফার আসার সম্ভাবনা থেকেই যায়। তবে সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওই ফ্রিল্যান্সিং ক্ষেত্রগুলি কতখানি সঠিক। তাই বিষয়গুলি ভালোভাবে পরীক্ষা না করে সরাসরি কোনো ব্যক্তিগত তথ্য না দেওয়াই ভালো।

সর্বোপরি ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। সব ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই না করে নিজের ফোন নাম্বার, বাড়ির ঠিকানা ইত্যাদি দেওয়া যাবে না। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনোভাবেই এই সমস্ত ফ্রিল্যান্সিং ক্ষেত্রগুলিকে যাচাই না করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে না। কোনোভাবেই নিজের এটিএম কার্ড নাম্বার এইসব ক্ষেত্রগুলিতে প্রকাশ করা যাবে না।এইসব বিষয়গুলি মাথায় রেখে নির্দিষ্ট পন্থা অনুসরণ করে বর্তমান প্রজন্ম বাড়িতে বসে ফ্রিল্যান্সিং এর কাজ অনায়াসেই করতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!