এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে শোভন কাণ্ডে মুখ খুললেন এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্বামী

জল্পনা বাড়িয়ে শোভন কাণ্ডে মুখ খুললেন এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্বামী


মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সাথে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলার সময়ে কলকাতার এক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠতা’ প্রকাশ্যে আসে। এরপর দুজনকেই আলাদা করে প্রশ্ন করা হলে দুজনেই ‘পারিবারিক বন্ধু’ বলে দাবি করেন। এরপর শোভন বাবুর স্ত্রী রত্নাদেবী সংবাদমাধ্যমকে বললেন ,”বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে আমার ভালো লাগে না। উনি কোনও দিনই আমাদের পারিবারিক বন্ধু ছিলেন না। আর আমার তো ওনার কাছে সাহায্য চাইতে যাওয়ার কোনও প্রয়োজনই নেই। তবে উনি শোভন চট্টোপাধ্যায়কে কীভাবে সাহায্য করেছেন সে বিষয়ে আমার কিছু জানা নেই।” এরপর রত্নাদেবীর করা মন্তব্যকে ঘিরে তুমুল বিভ্রাট বাঁধে। রত্না দেবীর এই মন্তব্যে রীতিমতো অসন্তুষ্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের স্বামী মনোজিত্‍ মণ্ডল। তিনি এদিন স্পষ্ট ভাষায় সংবাদমাধ্যমকে বললেন, তিনি বলেন, ”উনি কী বললেন তাতে আমাদের কিছু আসে যায় না। সারদা-নারদে অভিযুক্ত কোনও নেতার স্ত্রীকে তো কোনও দিন ইডি ডাকেনি। ওনাকেই বা ডাকলেন কেন?” পাশাপাশি জানান”গত দু’ বছর ধরে আমাদের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের পারিবারিক সম্পর্ক। শুধু বৈশাখীর সঙ্গেই নয়। আমার সঙ্গে, বৈশাখীর মায়ের সঙ্গে, আমাদের মেয়ের সঙ্গেও ওনার খুব ভালো সম্পর্ক। উনি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওনার শরীরের অবস্থা ভালো নয়। আমরা গোটা পরিবার ওনার পাশে আছি।”  এছাড়া মনোজিত্‍ মণ্ডল বলেন, ”আমার স্ত্রী পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। সংবিধানটা ও খুব ভালো জানে। আর ওর ইংরেজি ভাষার উপর দখল বেশ ভালো। ইংরেজি ভাষার উপর শোভন চট্টোপাধ্যায়ের অতটা দখল নেই। আমার স্ত্রী ওনাকে ইংরেজি ভাষা নিয়ে অনেক সাহায্য করেছেন। আমার স্ত্রীর সঙ্গে আইনি ব্যাপারেও উনি অনেক আলোচনা করেন।” স্ত্রীর লড়াইয়ে তিনি সব সময় পাশে আছেন বলেও জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!